নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।’
দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।’ পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সে (সাকিব) যদি মনে করে, এখানে আসা দরকার, তাহলে আমরা চাইব সে ফিরে আসুক।’ তবে জালাল নিশ্চিত করেছেন সিরিজের শেষ ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
একটু হলেও অনিশ্চয়তায় পড়ে গেল সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে থাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা, শাশুড়ি, ছেলে, মেজো মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না, সে শঙ্কা তৈরি হয়েছে। তবে সফরের বাকি অংশে সাকিবের থাকা না থাকা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজকের পত্রিকাকে সুমন বলেছেন, ‘সাকিব এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কি না সেটা নির্ভর করছে ঢাকার পরিস্থিতির ওপর। যদি ফেরা দরকার মনে করে নিশ্চয়ই যাবে।’
দলের সঙ্গে যোগ দিতে রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সাকিবের পরিবারের সদস্যদের অসুস্থতার ব্যাপারে বিসিবি নিয়মিত খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিবের দুই বাচ্চা ও শাশুড়ির শরীর খারাপ। সিরিয়াস কিছু না হলে সেখানেই (দক্ষিণ আফ্রিকা) থাকবে সাকিব। সেরকম কিছু হলে তখন ভিন্ন কিছু চিন্তা করতে হবে।’ পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সে (সাকিব) যদি মনে করে, এখানে আসা দরকার, তাহলে আমরা চাইব সে ফিরে আসুক।’ তবে জালাল নিশ্চিত করেছেন সিরিজের শেষ ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এর আগে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চাননি সাকিব। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টান তিনি। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলের জয়ের নায়কও সাকিব।
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে