এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে জটিলতা যেন শেষই হচ্ছে না। এক সূচি নিয়েই চলছে অনেক ঝামেলা। নিরাপত্তাজনিত শঙ্কায় এরই মধ্যে একবার সূচিতে পরিবর্তন এসেছে। এবার শোনা যাচ্ছে আরেক দফা পরিবর্তন হতে পারে।
সূচি নিয়ে এমন বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ায় আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি নাজাম শেঠি। বিসিসিআইয়ের তাঁর পরামর্শ শোনা উচিত ছিল বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘বিসিসিআইয়ের উচিত ছিল আমার পরামর্শ গ্রহণ করা। পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলা। তারা এখন কদিন পরপরেই সূচির সমন্বয় করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে।’
বিশ্বকাপ নিয়ে হায়দরাবাদ পুলিশ উদ্বেগ প্রকাশ করাতেই মূলত বিশ্বকাপের সূচি পরিবর্তনের সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের তিন ম্যাচ রয়েছে। ৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর ১০ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ৯ ও ১০ অক্টোবরের ম্যাচ দুটি নিয়েই হায়দরাবাদ পুলিশের চিন্তা। জানা গেছে, নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কি না, সে ব্যাপারে তারা (হায়দরাবাদ পুলিশ) উদ্বিগ্ন। এ ব্যাপারে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) মাধ্যমে বিষয়টি বিসিসিআইকে জানানো হয়েছে। বিসিসিআই বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
এর আগে আহমেদাবাদ ও কলকাতার অনুরোধে ৯ আগস্ট টুর্নামেন্টের ৯ ম্যাচের সূচি বদলানো হয়েছিল। স্টেডিয়াম বদলানো না হলেও ম্যাচের তারিখ, সময় বদলে গিয়েছিল এই ম্যাচগুলোর, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশের তিন ম্যাচ। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৯ নভেম্বর এই মাঠেই হবে টুর্নামেন্টের ফাইনাল।
এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে জটিলতা যেন শেষই হচ্ছে না। এক সূচি নিয়েই চলছে অনেক ঝামেলা। নিরাপত্তাজনিত শঙ্কায় এরই মধ্যে একবার সূচিতে পরিবর্তন এসেছে। এবার শোনা যাচ্ছে আরেক দফা পরিবর্তন হতে পারে।
সূচি নিয়ে এমন বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ায় আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি নাজাম শেঠি। বিসিসিআইয়ের তাঁর পরামর্শ শোনা উচিত ছিল বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘বিসিসিআইয়ের উচিত ছিল আমার পরামর্শ গ্রহণ করা। পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলা। তারা এখন কদিন পরপরেই সূচির সমন্বয় করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে।’
বিশ্বকাপ নিয়ে হায়দরাবাদ পুলিশ উদ্বেগ প্রকাশ করাতেই মূলত বিশ্বকাপের সূচি পরিবর্তনের সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের তিন ম্যাচ রয়েছে। ৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর ১০ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ৯ ও ১০ অক্টোবরের ম্যাচ দুটি নিয়েই হায়দরাবাদ পুলিশের চিন্তা। জানা গেছে, নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ আর শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কি না, সে ব্যাপারে তারা (হায়দরাবাদ পুলিশ) উদ্বিগ্ন। এ ব্যাপারে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) মাধ্যমে বিষয়টি বিসিসিআইকে জানানো হয়েছে। বিসিসিআই বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
এর আগে আহমেদাবাদ ও কলকাতার অনুরোধে ৯ আগস্ট টুর্নামেন্টের ৯ ম্যাচের সূচি বদলানো হয়েছিল। স্টেডিয়াম বদলানো না হলেও ম্যাচের তারিখ, সময় বদলে গিয়েছিল এই ম্যাচগুলোর, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশের তিন ম্যাচ। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৯ নভেম্বর এই মাঠেই হবে টুর্নামেন্টের ফাইনাল।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে