অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। সেন্ট কিটসে গত রাতে বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। ৩০০ ছুঁই ছুঁই স্কোর গড়েও ম্যাচ হারের হতাশা কাজ করছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান জমা করে স্কোরবোর্ডে। মিরাজ (৭৪), তানজিদ হাসান তামিম (৬০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০*) তিন ব্যাটার ফিফটি পেয়েছেন। ২৯৫ রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে ২১.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে ধীরে ধীরে ম্যাচের লাগাম উইন্ডিজ নিজেদের দিকে টানতে শুরু করে। চতুর্থ উইকেটে ৯৩ বলে ৯৯ রানের জুটি গড়েন শাই হোপ ও শারফেন রাদারফোর্ড। পরবর্তীতে আরও একটি ৯০-এর বেশি রানের জুটি গড়তে অবদান রাখেন রাদারফোর্ড।
ব্যাটিংয়ের চেয়েও বোলিং নিয়ে তাই হতাশা ঝরেছে মিরাজের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট ছিলাম। এই ধরনের উইকেটে ২৯৪ খুব ভালো স্কোর। কিন্তু তাদের কৃতিত্ব দিতেই হবে, বিশেষ করে শাই হোপ এবং রাদারফোর্ডকে। তারা দারুণ জুটি গড়েছে। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।’
২৯৫ রানের লক্ষ্যে নেমে উইন্ডিজ ২৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। শুরুতে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতেছে ১৪ বল হাতে রেখে। মিরাজ বলেন, ‘আমরা দারুণ শুরু করেছিলাম। নাহিদ, তাসকিন, এবং তানজিম অসাধারণ বল করেছে। কিন্তু এরপর আমরা মাঝের ওভারগুলোতে ভালো করতে পারিনি। উইকেট নিতে না পারাটাই আমাদের জন্য বড় ক্ষতি। তবে এমনটা হতে পারে।’
ওয়ানডে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের ভুল থেকে তাই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেট ভালো ছিল এবং তারা ভালো খেলেছে। আমরা এখান থেকে অনেক কিছু শিখব এবং ভুলগুলো নিয়ে কাজ করব। সামনে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমরা উন্নতি করার ব্যাপারে মনোযোগ দিচ্ছি। আশা করি, পরের ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারব।’
বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই এখন দ্বিতীয় ওয়ানডেতে। ঘুরে দাঁড়ানোর দায়িত্ব নিতে হবে ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই। সেন্ট কিটসে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর দল দুটি খেলবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। সেন্ট কিটসে গত রাতে বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। ৩০০ ছুঁই ছুঁই স্কোর গড়েও ম্যাচ হারের হতাশা কাজ করছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান জমা করে স্কোরবোর্ডে। মিরাজ (৭৪), তানজিদ হাসান তামিম (৬০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০*) তিন ব্যাটার ফিফটি পেয়েছেন। ২৯৫ রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে ২১.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে ধীরে ধীরে ম্যাচের লাগাম উইন্ডিজ নিজেদের দিকে টানতে শুরু করে। চতুর্থ উইকেটে ৯৩ বলে ৯৯ রানের জুটি গড়েন শাই হোপ ও শারফেন রাদারফোর্ড। পরবর্তীতে আরও একটি ৯০-এর বেশি রানের জুটি গড়তে অবদান রাখেন রাদারফোর্ড।
ব্যাটিংয়ের চেয়েও বোলিং নিয়ে তাই হতাশা ঝরেছে মিরাজের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট ছিলাম। এই ধরনের উইকেটে ২৯৪ খুব ভালো স্কোর। কিন্তু তাদের কৃতিত্ব দিতেই হবে, বিশেষ করে শাই হোপ এবং রাদারফোর্ডকে। তারা দারুণ জুটি গড়েছে। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল।’
২৯৫ রানের লক্ষ্যে নেমে উইন্ডিজ ২৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। শুরুতে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতেছে ১৪ বল হাতে রেখে। মিরাজ বলেন, ‘আমরা দারুণ শুরু করেছিলাম। নাহিদ, তাসকিন, এবং তানজিম অসাধারণ বল করেছে। কিন্তু এরপর আমরা মাঝের ওভারগুলোতে ভালো করতে পারিনি। উইকেট নিতে না পারাটাই আমাদের জন্য বড় ক্ষতি। তবে এমনটা হতে পারে।’
ওয়ানডে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের ভুল থেকে তাই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেট ভালো ছিল এবং তারা ভালো খেলেছে। আমরা এখান থেকে অনেক কিছু শিখব এবং ভুলগুলো নিয়ে কাজ করব। সামনে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমরা উন্নতি করার ব্যাপারে মনোযোগ দিচ্ছি। আশা করি, পরের ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারব।’
বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই এখন দ্বিতীয় ওয়ানডেতে। ঘুরে দাঁড়ানোর দায়িত্ব নিতে হবে ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই। সেন্ট কিটসে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর দল দুটি খেলবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে