এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ বলেই নয়।শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিগার সুলতানা জ্যোতির জন্যও বিশেষ। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে অধিনায়কের এই মাইলফলকের ম্যাচে অবশ্য আশানুরূপ ব্যাটিং হয়নি বাংলাদেশের।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। এবারের আগে এই টুর্নামেন্টে এশিয়ার দলটি ২১ ম্যাচ খেলে জিতেছিল কেবল দলটি। সবশেষ জয়ও এসেছে ২০১৪ সালে। জ্যোতির তখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের লক্ষ্যে বাংলাদেশ আজ খেলতে নেমেছে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজায় স্কটিশদের ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। প্রথমে ব্যাটিং নিয়ে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও সাথী রানী সাবলীলভাবে খেলতে থাকেন। যদিও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ২৬ রানে। পঞ্চম ওভারের তৃতীয় বলে ক্যাথরিন ব্রাইসকে তুলে মারতে যান মুর্শিদা।আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল মিডঅনে তালুবন্দী করেন ক্যাথারিন ফ্রেজার। ১৪ বলে ১২ রান করেন মুর্শিদা।
৪.৩ ওভারে ১ উইকেটে ২৬ রানে পরিণত হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। তিনে নামা মোস্তারির সঙ্গে ওপেনার সাথীর জুটিটা এগোতে থাকে ধীর লয়ে। যদিও স্কটল্যান্ডের ফিল্ডাররা ক্যাচ মিস, ফিল্ডিং মিসের মহড়া দিতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন মোস্তারি ও সাথী। ১২তম ওভারের পঞ্চম বলে সাথীকে ফিরিয়ে জুটি ভাঙেন ফ্রেজার। বাংলাদেশি ওপেনার ৩২ বলে ৩ চারে করেন ২৯ রান।
বাংলাদেশের ইনিংসে মোস্তারি-সাথীর জুটিটাই আজ সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙার পরের ওভারে রানআউটের শিকার হয়েছেন তাজ নেহার। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ওলিভিয়া বেলকে ফ্লিক করেন মোস্তারি। স্ট্রাইক প্রান্ত থেকে কয়েক পা বেরিয়ে আসা মোস্তারি হঠাৎই তাঁর সিদ্ধান্ত বদলেছেন। রানের জন্য দৌঁড়াতে থাকা নেহারকে মাঝপথে থেমে যেতে হয়। ১ বল মোকাবিলা করলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
দ্রুত ২ উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২.৩ ওভারে ৩ উইকেটে ৬৯ রান। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট হারানোর পাশাপাশি রানের চাকাও ধীর গতির হতে থাকে জ্যোতির। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন মোস্তারি। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার ৩৮ বলে ২ চারে ৩৬ রান করেন।
শততম ম্যাচে জ্যোতি ১৮ বলে করেছেন ১৮ রান। ব্যাটিংয়ে নেমেছেন পাঁচ নম্বরে। ইনিংসে মাত্র ১ চার মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে তাঁকে (জ্যোতি) ফিরিয়েছেন স্কটল্যান্ডের স্পিনার সাস্কিয়া হুর্লি। টি-টোয়েন্টিতে যেখানে স্ট্রাইকরেটই মূল কথা, সেই অনুযায়ী ব্যাটিং করতে পেরেছেন ফাহিম খাতুন। আট নম্বরে নেমে ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের এই লেগস্পিনার। মেরেছেন ২ চার।
স্কটল্যান্ডের সেরা বোলার হুর্লি ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন। বোলিং করেছেন ২ ওভার। ১টি করে উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস, ফ্রেজার ও বেল। স্কটিশ এই তিন বোলারের বোলিংয়েও মজার ব্যাপার রয়েছে। তিনজনই ২৩ রান করে দিয়েছেন। ৪ ওভারের বোলিং কোটা সবাই পূর্ণ করেছেন।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ বলেই নয়।শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিগার সুলতানা জ্যোতির জন্যও বিশেষ। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে অধিনায়কের এই মাইলফলকের ম্যাচে অবশ্য আশানুরূপ ব্যাটিং হয়নি বাংলাদেশের।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। এবারের আগে এই টুর্নামেন্টে এশিয়ার দলটি ২১ ম্যাচ খেলে জিতেছিল কেবল দলটি। সবশেষ জয়ও এসেছে ২০১৪ সালে। জ্যোতির তখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের লক্ষ্যে বাংলাদেশ আজ খেলতে নেমেছে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজায় স্কটিশদের ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। প্রথমে ব্যাটিং নিয়ে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও সাথী রানী সাবলীলভাবে খেলতে থাকেন। যদিও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ২৬ রানে। পঞ্চম ওভারের তৃতীয় বলে ক্যাথরিন ব্রাইসকে তুলে মারতে যান মুর্শিদা।আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল মিডঅনে তালুবন্দী করেন ক্যাথারিন ফ্রেজার। ১৪ বলে ১২ রান করেন মুর্শিদা।
৪.৩ ওভারে ১ উইকেটে ২৬ রানে পরিণত হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। তিনে নামা মোস্তারির সঙ্গে ওপেনার সাথীর জুটিটা এগোতে থাকে ধীর লয়ে। যদিও স্কটল্যান্ডের ফিল্ডাররা ক্যাচ মিস, ফিল্ডিং মিসের মহড়া দিতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন মোস্তারি ও সাথী। ১২তম ওভারের পঞ্চম বলে সাথীকে ফিরিয়ে জুটি ভাঙেন ফ্রেজার। বাংলাদেশি ওপেনার ৩২ বলে ৩ চারে করেন ২৯ রান।
বাংলাদেশের ইনিংসে মোস্তারি-সাথীর জুটিটাই আজ সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙার পরের ওভারে রানআউটের শিকার হয়েছেন তাজ নেহার। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ওলিভিয়া বেলকে ফ্লিক করেন মোস্তারি। স্ট্রাইক প্রান্ত থেকে কয়েক পা বেরিয়ে আসা মোস্তারি হঠাৎই তাঁর সিদ্ধান্ত বদলেছেন। রানের জন্য দৌঁড়াতে থাকা নেহারকে মাঝপথে থেমে যেতে হয়। ১ বল মোকাবিলা করলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
দ্রুত ২ উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২.৩ ওভারে ৩ উইকেটে ৬৯ রান। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট হারানোর পাশাপাশি রানের চাকাও ধীর গতির হতে থাকে জ্যোতির। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন মোস্তারি। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার ৩৮ বলে ২ চারে ৩৬ রান করেন।
শততম ম্যাচে জ্যোতি ১৮ বলে করেছেন ১৮ রান। ব্যাটিংয়ে নেমেছেন পাঁচ নম্বরে। ইনিংসে মাত্র ১ চার মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে তাঁকে (জ্যোতি) ফিরিয়েছেন স্কটল্যান্ডের স্পিনার সাস্কিয়া হুর্লি। টি-টোয়েন্টিতে যেখানে স্ট্রাইকরেটই মূল কথা, সেই অনুযায়ী ব্যাটিং করতে পেরেছেন ফাহিম খাতুন। আট নম্বরে নেমে ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের এই লেগস্পিনার। মেরেছেন ২ চার।
স্কটল্যান্ডের সেরা বোলার হুর্লি ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন। বোলিং করেছেন ২ ওভার। ১টি করে উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস, ফ্রেজার ও বেল। স্কটিশ এই তিন বোলারের বোলিংয়েও মজার ব্যাপার রয়েছে। তিনজনই ২৩ রান করে দিয়েছেন। ৪ ওভারের বোলিং কোটা সবাই পূর্ণ করেছেন।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৭ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে