Ajker Patrika

তথ্য ফাঁস করতে চান না হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩: ০৪
তথ্য ফাঁস করতে চান না হাথুরু

সিলেট টেস্টে দুর্দান্ত জয়। ঢাকা টেস্টে সুযোগ আছে সিরিজ জেতার। প্রথম টেস্টে পার্থক্য গড়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের স্পিনাররা। নিউজিল্যান্ডের স্পিন আক্রমণও ছিল দারুণ। তবে কি দ্বিতীয় টেস্টেও দুই দলের ‘ঘূর্ণিযুদ্ধ’ অপেক্ষা করছে? 

এসব উত্তর অবশ্য দিতে চাননি বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। উইকেট ও প্রতিপক্ষের শক্তিমত্তার ওপর নির্ভর করে একাদশ সাজাতে হয় তাঁকে। তাই কম্বিনেশন নিয়েও কোনো তথ্য ফাঁস করতে চাইছেন না বাংলাদেশ কোচ। 

আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বললেন, ‘এত তথ্য তো দিতে পারব না। আমাদের কথা নিশ্চয়ই নিউজিল্যান্ড শুনবে। পিচের কন্ডিশনের ওপর নির্ভর করছে। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। সিলেটে আমরা ভালো খেলেছি, দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছি। কন্ডিশন কাজে লাগিয়ে আমাদের শক্তিমত্তা অনুযায়ী কম্বিনেশন সাজিয়েছি। এই টেস্ট মিরপুরে, যেখানে মাঝে মাঝে আপনি কয়েকটা সেশন খেলার আগ পর্যন্ত পিচ সম্পর্কে বুঝতে পারবেন না। কারণ এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না বিশ্বের আর কোনো ক্রিকেট পিচে এত খেলা হয়। তবে আমরা তেমন একটা পরিবর্তনের কথা এ মুহূর্তে ভাবছি না।’ 

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন ছিল নিউজিল্যান্ড দল। তৃতীয় চক্রে তাদের শুরুটা হলো বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে। তবে দল হিসেবে যথেষ্ট ভারসাম্যপূর্ণ কিউইরা। আর এসব বিবেচনায় রেখে একাদশ সাজাবেন হাথুরু। বাংলাদেশ কোচ বললেন, ‘আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে আপনার সীমাবদ্ধতা কোথায় এসব কৌশল। আফগানিস্তানের বিপক্ষে এখানে সর্বশেষ যে টেস্ট হয়েছে তখন পিচ অন্যরকম ছিল। উইকেট প্রস্তুত করার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। তিন পেসার নিয়ে খেলা হয়েছিল প্রতিপক্ষের কথা মাথায় রেখে। আমাদের এখন যে দক্ষতা আছে, সে অনুযায়ী খেলব। আমরা এখন যেভাবে ইচ্ছে সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত