Ajker Patrika

এত নিচে ব্যাটিং করায় ধোনিকে নিয়ে ভারতীয় ক্রিকেটারদের বিদ্রূপ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৮: ৩৭
বেঙ্গালুরুর বিপক্ষে ধোনি ৯ নম্বরে ব্যাটিং করেছেন। ছবি: ক্রিকইনফো
বেঙ্গালুরুর বিপক্ষে ধোনি ৯ নম্বরে ব্যাটিং করেছেন। ছবি: ক্রিকইনফো

একের পর এক উইকেট পড়ছে। অথচ মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে নামছেন না। যাঁরা চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে অনুষ্ঠিত ম্যাচটা শুরু থেকে দেখেননি, তাঁরা হয়তো ভেবেছেন—এ কী ব্যাপার! ধোনিকে ছাড়াই তাহলে আজ (গতকাল) খেলতে নেমেছে চেন্নাই! আসলে তেমনটা হয়নি।

চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ধোনিকে নিয়েই একাদশ সাজিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু তিনি গতকাল ব্যাটিংয়ে নেমেছেন ৯ নম্বরে। যখন ব্যাটিংয়ে এসেছেন, ততক্ষণে ১৯৭ রানের লক্ষ্যে নামা চেন্নাইয়ের স্কোর ১৫.২ ওভারে ৭ উইকেটে ৯৯ রান। শেষ পর্যন্ত ম্যাচটা চেন্নাই হেরেছে ৫০ রানে। এত দেরিতে ব্যাটিং করায় ভারতের সাবেক ক্রিকেটাররা বিদ্রুপ করছেন ধোনিকে। চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচ শেষে ক্রিকবাজে এক অনুষ্ঠানে বীরেন্দ্র শেবাগ বলেন, ‘এত আগে ব্যাটিং করতে এসেছেন তিনি।’

ধোনি গতকাল ৯ নম্বরে নেমে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। ভারতের সাবেক ক্রিকেটার রবীন উথাপ্পার মতে ধোনি একটু আগে নামলে চেন্নাই এত বড় ব্যবধানে (৫০ রানে) হয়তো হারত না। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে উথাপ্পা লিখেছেন, ‘বেঙ্গালুরুর জন্য গুরুত্বপূর্ণ জয়। চিপকের দুর্গে জেতাটা তাদের চলতি আইপিএলে দারুণভাবে উদ্দীপ্ত করবে। আর ধোনির ৯ নম্বরে ব্যাটিং করার কোনো মানেই হয় না। (ধোনি) আগে ব্যাটিং করলে চেন্নাইয়ের রানরেটটা ভালো রাখতে সাহায্য করতে পারত।’

উথাপ্পার সুরেই সুর মিলিয়েছেন ভারতের সাবেক বাঁহাতি পেসার ইরফান পাঠান। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাঠান লিখেছেন, ‘ধোনির ৯ নম্বরে ব্যাটিং করার পক্ষে না আমি। এটা দলের জন্য ভালো নয়।’ হার্শা ভোগলে এক্সে লিখেছেন, ‘ধোনি ৯ নম্বরে?’ ক্যাপশনে অবাক হওয়ার মতো ইমোজি ব্যবহার করেছেন তিনি। ১৬ বলে ৩০ রান করে নতুন এক রেকর্ড গড়েছেন ধোনি। ৪৬৯৯ রান করে আইপিএলে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। এই তালিকায় দুইয়ে থাকা সুরেশ রায়না করেছেন ৪৬৮৭ রান।

চেন্নাইকে ৫০ রানে হারিয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বেঙ্গালুরু। দুই ম্যাচে দুই জয়ে বেঙ্গালুরুর পয়েন্ট ৪ ও নেট রানরেট ‍+২.২৬৬। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে গুজরাট টাইটান্স-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ। গুজরাট, মুম্বাইয়ের কেউই এবারের আইপিএলে কোনো জয় পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত