ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বহু ক্লিশে এই প্রবাদবাক্যের সঙ্গে বিরাট কোহলির বেশ ভালোই পরিচিতি। আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একাধিকবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি। ছেলেরা না পারলেও মেয়েদের আইপিএলে আরসিবি দলটি ঘুচিয়েছে শিরোপাখরা। নিজেদের প্রথম ফাইনালেই বাজিমাত করেছে স্মৃতি মান্ধানা-এলিস পেরির আরসিবি।
ছেলেদের আইপিএল শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। শুরু থেকে এখন পর্যন্ত আরসিবির হয়ে খেলছেন কোহলি। প্রথম মৌসুমে আট দলের মধ্যে সাত নম্বরে থেকে শেষ করলেও আরসিবি দ্বিতীয় মৌসুমে শিরোপার কাছাকাছি পৌঁছে যায়। তবে ডেকান চার্জার্সের কাছে ৬ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় কোহলি-রস টেলর-রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া আরসিবির। এদিক থেকে একটু মিল খুঁজে পাওয়া যায় নারী প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল)। গতবার শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম মৌসুমে পাঁচ দলের মধ্যে চার নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে আরসিবি। এবার তারা দ্বিতীয় মৌসুমেই উঠে যায় ফাইনালে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় ডব্লুপিএলের ফাইনালে আরসিবির প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালসের নারী দল। ১১৩ রানে দিল্লিকে অলআউট করে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় আরসিবি। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েনি ঠিকই। তবে অতটা সহজেও জয়টা আসেনি। ৮ উইকেটের জয় এসেছে ৩ বল বাকি রেখে। ২০ তম ওভারের তৃতীয় বলে অরুন্ধতি রেড্ডিকে চার মেরে আরসিবিকে শিরোপা জয়ের স্বাদ পাইয়ে দেন রিচা ঘোষ।
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বহু ক্লিশে এই প্রবাদবাক্যের সঙ্গে বিরাট কোহলির বেশ ভালোই পরিচিতি। আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একাধিকবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি। ছেলেরা না পারলেও মেয়েদের আইপিএলে আরসিবি দলটি ঘুচিয়েছে শিরোপাখরা। নিজেদের প্রথম ফাইনালেই বাজিমাত করেছে স্মৃতি মান্ধানা-এলিস পেরির আরসিবি।
ছেলেদের আইপিএল শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। শুরু থেকে এখন পর্যন্ত আরসিবির হয়ে খেলছেন কোহলি। প্রথম মৌসুমে আট দলের মধ্যে সাত নম্বরে থেকে শেষ করলেও আরসিবি দ্বিতীয় মৌসুমে শিরোপার কাছাকাছি পৌঁছে যায়। তবে ডেকান চার্জার্সের কাছে ৬ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় কোহলি-রস টেলর-রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া আরসিবির। এদিক থেকে একটু মিল খুঁজে পাওয়া যায় নারী প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল)। গতবার শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম মৌসুমে পাঁচ দলের মধ্যে চার নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে আরসিবি। এবার তারা দ্বিতীয় মৌসুমেই উঠে যায় ফাইনালে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় ডব্লুপিএলের ফাইনালে আরসিবির প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালসের নারী দল। ১১৩ রানে দিল্লিকে অলআউট করে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় আরসিবি। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েনি ঠিকই। তবে অতটা সহজেও জয়টা আসেনি। ৮ উইকেটের জয় এসেছে ৩ বল বাকি রেখে। ২০ তম ওভারের তৃতীয় বলে অরুন্ধতি রেড্ডিকে চার মেরে আরসিবিকে শিরোপা জয়ের স্বাদ পাইয়ে দেন রিচা ঘোষ।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে