Ajker Patrika

ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সংগ্রহটা আরেকটু বেশি হতে পারত; কিন্তু মিডল অর্ডারদের ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানেতে আগে ব্যাটিং করে ২১০ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ফিফটি ছাড়া ৩০ এর ফিগার পেরিয়েছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলের পর ২০২৩ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটও ফিরেছে চেনা রূপে, সেই ধীর গতির টার্নিং উইকেটে। যেমনটা গত কয়দিন কথা হচ্ছিল, বাংলাদেশ নিজেদের মাঠের সব সুবিধাই নেবে। কিন্তু ইংল্যান্ডের অভিজ্ঞ পেস ও স্পিন আক্রমণেরে সামনে উল্টো বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হলো। নবম উইকেটে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের ২৬ রানের জুটিতে কোনোরকম ২০০ পার হয় বাংলাদেশের ইনিংস। ৫০ ওভার ব্যাটিংও করতে পারেনি তারা। ৪৭.২ ওভারেই সব কটি উইকেট হারায় বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও উইকেটে থিতু হতে পারেননি তামিম ইকবাল ও লিটন দাস। ৫১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ।  ১৫ বলে ৭ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন লিটন। ক্রিস ওকসকে গুড লেন্থের ডেলিভারি লিটনের প্যাড ছুঁয়ে বাটলারের কাছে যায়। ওকস-বাটলারদের আবেদনের সাড়া দিয়ে আউটের সংকেত তথা আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও রক্ষা পাননি এই ওপেনার।

দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তামিমও। দলের ৫১ রানের মাথায় আউট হন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে এসেই তামিমকে বোল্ড করেন মার্ক উড। ইংলিশ পেসারের দ্রুত গতির বল তামিমের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে অফ-স্ট্যাম্পে আঘাত হানে। ৩২ বলে ২৩ রান আসে তাঁর ব্যাট থেকে।

৫১ রানে ২ উইকেট পড়ার পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে ৬২ বলে ৪৪ রানের জুটি গড়েন তিনি। ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে সুইপ করতে গিয়ে মিড উইকেটে উডের তালুবন্দী হন মুশফিক। ৩৪ বলে ১৭ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। এরপর মঈন আলিকে সুইপ করতে গিয়ে বোল্ড হন সাকিব। ৮ রান আসে তাঁর ব্যাট থেকে। 

১০৬ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চপে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলকে ভালো সংগ্রহ এনে দেওয়ার লড়াই চালিয়ে যান শান্ত। দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটিও তুলে নেন ৬৭ বলে। কিন্তু ফিফটির পর বেশি দূর যেতে পারেননি শান্ত। রশিদের বলে মিড-উইকেটে জেসন রয়ের অসাধারণ এক ক্যাচে ফেরেন তিনি। ওয়ানডেতে ৮২ বলে ৫৮ রানের নিজের সর্বোচ্চ ইনিংস খেলে যান শান্ত। ইনিংসে ছিল ৬টি চারের বাউন্ডারি।

মাহমুদউল্লাহ-শান্তর ৫৩ রানের জুটিতে দলও ভালো স্কোরের সম্ভাবনা দেখে। তবে এরপরই আবার বিপর্যয় নেমে আসে ব্যাটিংয়ে। শান্তর পর পরই ড্রেসিং রুমের পথ ধরেন মাহমুদউল্লাহ। ৪৮ বলে ৩১ রান আসে তাঁর ব্যাট থেকে। উডের বল মাহমুদউল্লাহর ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক জস বাটলারের তালুবন্দী হয়। আফিফ হোসেন ৯ ও মেহেদী হাসান মিরাজ ফেরেন ৭ রান করে। শেষ দিকে তাসকিন ১৪ ও তাইজুল ১০ রান করেছেন।

ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার, আদিল রশিদ, মঈন আলী ও মার্ক উড ২টি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত