ক্রীড়া ডেস্ক
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই বর্তমানে চলে রানের বন্যা। ব্যাটিংবান্ধব উইকেটে এখন কত রান করলে ম্যাচ জেতা যাবে, সেটা অনুমান করা মুশকিল। তবে যত রানের বন্যাই বয়ে যাক না কেন, এক ওভারে ছয় ছক্কার ঘটনা খুব একটা দেখা যায় না।
এক ওভারে ছয় ছক্কার বিরল রেকর্ডে আজ নাম লেখালেন বুলগেরিয়ার মানান বশির। জিব্রাল্টারের বিপক্ষে সোফিয়া ন্যাশনাল স্পোর্টস একাডেমি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে করেছেন এই কীর্তি। যেখানে ১৯৫ রানের লক্ষ্যে নেমে ১৫ ওভার শেষে বুলগেরিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১৫৭। ১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বোলিংয়ে আনেন কবির মিরপুরীকে। মিরপুরী সেই এক ওভারে ছয় ছক্কা হজম করেছেন বশিরের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ছয় ছক্কার বিরল রেকর্ডে নাম লেখালেন। এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী।
যে ত্রিদেশীয় সিরিজে বশির এই রেকর্ড গড়েছেন, সেই সিরিজে বুলগেরিয়া, জিব্রাল্টারের সঙ্গে খেলেছে তুরস্ক। আজ বুলগেরিয়ার সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বুলগেরিয়া অধিনায়ক রিস্টো লাকোভ। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে জিব্রাল্টার। এই লক্ষ্য তাড়া করে ২১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বুলগেরিয়া। ৯ বলে ৭ ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন বশির। তবে ম্যাচসেরা হয়েছেন বুলগেরিয়ার পেসার প্রকাশ মিশ্র। ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছিলেন গিবস ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। পরে এ তালিকায় নাম তোলেন যুবরাজ,পোলার্ড, মালহোত্রা, ঐরী ও বশির। যার মধ্যে গিবস, মালহোত্রার রেকর্ড ওয়ানডেতে। বাকি ৪ ব্যাটারের কীর্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। বুলগেরিয়ার বশিরের আগে সবশেষ ২০২৪ সালে কাতারের কামরান খানকে পিটিয়ে এক ওভারে ৬ ছক্কার কীর্তি গড়েছিলেন ঐরী।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সব মিলিয়ে ১০ বার এক ওভারে ছয় ছক্কার ঘটনা ঘটেছে। যাদের মধ্যে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের নাম রয়েছে। আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের লিও কার্টার এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছেন।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই বর্তমানে চলে রানের বন্যা। ব্যাটিংবান্ধব উইকেটে এখন কত রান করলে ম্যাচ জেতা যাবে, সেটা অনুমান করা মুশকিল। তবে যত রানের বন্যাই বয়ে যাক না কেন, এক ওভারে ছয় ছক্কার ঘটনা খুব একটা দেখা যায় না।
এক ওভারে ছয় ছক্কার বিরল রেকর্ডে আজ নাম লেখালেন বুলগেরিয়ার মানান বশির। জিব্রাল্টারের বিপক্ষে সোফিয়া ন্যাশনাল স্পোর্টস একাডেমি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে করেছেন এই কীর্তি। যেখানে ১৯৫ রানের লক্ষ্যে নেমে ১৫ ওভার শেষে বুলগেরিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১৫৭। ১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বোলিংয়ে আনেন কবির মিরপুরীকে। মিরপুরী সেই এক ওভারে ছয় ছক্কা হজম করেছেন বশিরের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ছয় ছক্কার বিরল রেকর্ডে নাম লেখালেন। এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী।
যে ত্রিদেশীয় সিরিজে বশির এই রেকর্ড গড়েছেন, সেই সিরিজে বুলগেরিয়া, জিব্রাল্টারের সঙ্গে খেলেছে তুরস্ক। আজ বুলগেরিয়ার সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বুলগেরিয়া অধিনায়ক রিস্টো লাকোভ। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে জিব্রাল্টার। এই লক্ষ্য তাড়া করে ২১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বুলগেরিয়া। ৯ বলে ৭ ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন বশির। তবে ম্যাচসেরা হয়েছেন বুলগেরিয়ার পেসার প্রকাশ মিশ্র। ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছিলেন গিবস ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। পরে এ তালিকায় নাম তোলেন যুবরাজ,পোলার্ড, মালহোত্রা, ঐরী ও বশির। যার মধ্যে গিবস, মালহোত্রার রেকর্ড ওয়ানডেতে। বাকি ৪ ব্যাটারের কীর্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। বুলগেরিয়ার বশিরের আগে সবশেষ ২০২৪ সালে কাতারের কামরান খানকে পিটিয়ে এক ওভারে ৬ ছক্কার কীর্তি গড়েছিলেন ঐরী।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সব মিলিয়ে ১০ বার এক ওভারে ছয় ছক্কার ঘটনা ঘটেছে। যাদের মধ্যে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের নাম রয়েছে। আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের লিও কার্টার এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছেন।
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৮ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৮ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
১০ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
১১ ঘণ্টা আগে