ক্রীড়া ডেস্ক
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই বর্তমানে চলে রানের বন্যা। ব্যাটিংবান্ধব উইকেটে এখন কত রান করলে ম্যাচ জেতা যাবে, সেটা অনুমান করা মুশকিল। তবে যত রানের বন্যাই বয়ে যাক না কেন, এক ওভারে ছয় ছক্কার ঘটনা খুব একটা দেখা যায় না।
এক ওভারে ছয় ছক্কার বিরল রেকর্ডে আজ নাম লেখালেন বুলগেরিয়ার মানান বশির। জিব্রাল্টারের বিপক্ষে সোফিয়া ন্যাশনাল স্পোর্টস একাডেমি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে করেছেন এই কীর্তি। যেখানে ১৯৫ রানের লক্ষ্যে নেমে ১৫ ওভার শেষে বুলগেরিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১৫৭। ১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বোলিংয়ে আনেন কবির মিরপুরীকে। মিরপুরী সেই এক ওভারে ছয় ছক্কা হজম করেছেন বশিরের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ছয় ছক্কার বিরল রেকর্ডে নাম লেখালেন। এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী।
যে ত্রিদেশীয় সিরিজে বশির এই রেকর্ড গড়েছেন, সেই সিরিজে বুলগেরিয়া, জিব্রাল্টারের সঙ্গে খেলেছে তুরস্ক। আজ বুলগেরিয়ার সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বুলগেরিয়া অধিনায়ক রিস্টো লাকোভ। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে জিব্রাল্টার। এই লক্ষ্য তাড়া করে ২১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বুলগেরিয়া। ৯ বলে ৭ ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন বশির। তবে ম্যাচসেরা হয়েছেন বুলগেরিয়ার পেসার প্রকাশ মিশ্র। ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছিলেন গিবস ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। পরে এ তালিকায় নাম তোলেন যুবরাজ,পোলার্ড, মালহোত্রা, ঐরী ও বশির। যার মধ্যে গিবস, মালহোত্রার রেকর্ড ওয়ানডেতে। বাকি ৪ ব্যাটারের কীর্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। বুলগেরিয়ার বশিরের আগে সবশেষ ২০২৪ সালে কাতারের কামরান খানকে পিটিয়ে এক ওভারে ৬ ছক্কার কীর্তি গড়েছিলেন ঐরী।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সব মিলিয়ে ১০ বার এক ওভারে ছয় ছক্কার ঘটনা ঘটেছে। যাদের মধ্যে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের নাম রয়েছে। আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের লিও কার্টার এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছেন।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই বর্তমানে চলে রানের বন্যা। ব্যাটিংবান্ধব উইকেটে এখন কত রান করলে ম্যাচ জেতা যাবে, সেটা অনুমান করা মুশকিল। তবে যত রানের বন্যাই বয়ে যাক না কেন, এক ওভারে ছয় ছক্কার ঘটনা খুব একটা দেখা যায় না।
এক ওভারে ছয় ছক্কার বিরল রেকর্ডে আজ নাম লেখালেন বুলগেরিয়ার মানান বশির। জিব্রাল্টারের বিপক্ষে সোফিয়া ন্যাশনাল স্পোর্টস একাডেমি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে করেছেন এই কীর্তি। যেখানে ১৯৫ রানের লক্ষ্যে নেমে ১৫ ওভার শেষে বুলগেরিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১৫৭। ১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বোলিংয়ে আনেন কবির মিরপুরীকে। মিরপুরী সেই এক ওভারে ছয় ছক্কা হজম করেছেন বশিরের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ছয় ছক্কার বিরল রেকর্ডে নাম লেখালেন। এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী।
যে ত্রিদেশীয় সিরিজে বশির এই রেকর্ড গড়েছেন, সেই সিরিজে বুলগেরিয়া, জিব্রাল্টারের সঙ্গে খেলেছে তুরস্ক। আজ বুলগেরিয়ার সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বুলগেরিয়া অধিনায়ক রিস্টো লাকোভ। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে জিব্রাল্টার। এই লক্ষ্য তাড়া করে ২১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বুলগেরিয়া। ৯ বলে ৭ ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন বশির। তবে ম্যাচসেরা হয়েছেন বুলগেরিয়ার পেসার প্রকাশ মিশ্র। ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছিলেন গিবস ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। পরে এ তালিকায় নাম তোলেন যুবরাজ,পোলার্ড, মালহোত্রা, ঐরী ও বশির। যার মধ্যে গিবস, মালহোত্রার রেকর্ড ওয়ানডেতে। বাকি ৪ ব্যাটারের কীর্তি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। বুলগেরিয়ার বশিরের আগে সবশেষ ২০২৪ সালে কাতারের কামরান খানকে পিটিয়ে এক ওভারে ৬ ছক্কার কীর্তি গড়েছিলেন ঐরী।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সব মিলিয়ে ১০ বার এক ওভারে ছয় ছক্কার ঘটনা ঘটেছে। যাদের মধ্যে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের নাম রয়েছে। আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের লিও কার্টার এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
৩৪ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে