নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইসলামাবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রথম ম্যাচ। জাতীয় দলের লড়াইয়ের আগে প্রস্তুতির দারুণ মঞ্চ পাচ্ছেন ক্রিকেটাররা। আজ ইসলামাবাদে ট্রফি উন্মোচন উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক সৌদ শাকিল ও এনামুল হক বিজয়।
চট্টগ্রামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিজয়। পাকিস্তানে যাওয়ার আগে বলেছিলেন, দারুণ কিছু করে ফিরতে চান জাতীয় দলে। পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলে আছেন নিয়মিত টেস্ট দলের একাধিক ক্রিকেটার। পাকিস্তানের অধিনায়ক শাকিল আসন্ন টেস্ট সিরিজেরও সহ-অধিনায়ক। তাঁর সঙ্গে অভিজ্ঞ সরফরাজ আহমেদ ও পেসার নাসিম শাহ রয়েছেন ‘এ’ দলে।
বাংলাদেশ ‘এ’ দলেও রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসনরা। এ জন্য নির্বাচকেরা দল ঘোষণার সময় বলেছিলেন, ‘এ’ দলের প্রথম ম্যাচটা হবে জাতীয় দলের প্রস্তুতির ভালো মঞ্চ।
মুমিনুল নিজেদের প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। মুশফিকুর রহিমও ব্যাট হাতে ছিলেন ছন্দে। মাহমুদুল হাসান জয় অস্ট্রেলিয়া সফরে বিসিবি হাই-পারফরম্যান্সের (এইচপি) হয়ে চার দিনের দ্বিতীয় ম্যাচে ফিরে করেছেন দুটি ফিফটি। বল হাতেও ছিলেন দুর্দান্ত।
অস্ট্রেলিয়ায় জয়ের অলরাউন্ডার নৈপুণ্যে চার দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান শাহিনসকে হারিয়েছিল এইচপি। নাঈম-জাকিররাও লাল বলের নিয়মিত ক্রিকেটার। পাকিস্তান ‘এ’ দলের মোহাম্মদ হুরাইরা, কামরান গুলামরাও দারুণ ছন্দে রয়েছেন।
ইসলামাবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রথম ম্যাচ। জাতীয় দলের লড়াইয়ের আগে প্রস্তুতির দারুণ মঞ্চ পাচ্ছেন ক্রিকেটাররা। আজ ইসলামাবাদে ট্রফি উন্মোচন উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক সৌদ শাকিল ও এনামুল হক বিজয়।
চট্টগ্রামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিজয়। পাকিস্তানে যাওয়ার আগে বলেছিলেন, দারুণ কিছু করে ফিরতে চান জাতীয় দলে। পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলে আছেন নিয়মিত টেস্ট দলের একাধিক ক্রিকেটার। পাকিস্তানের অধিনায়ক শাকিল আসন্ন টেস্ট সিরিজেরও সহ-অধিনায়ক। তাঁর সঙ্গে অভিজ্ঞ সরফরাজ আহমেদ ও পেসার নাসিম শাহ রয়েছেন ‘এ’ দলে।
বাংলাদেশ ‘এ’ দলেও রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসনরা। এ জন্য নির্বাচকেরা দল ঘোষণার সময় বলেছিলেন, ‘এ’ দলের প্রথম ম্যাচটা হবে জাতীয় দলের প্রস্তুতির ভালো মঞ্চ।
মুমিনুল নিজেদের প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। মুশফিকুর রহিমও ব্যাট হাতে ছিলেন ছন্দে। মাহমুদুল হাসান জয় অস্ট্রেলিয়া সফরে বিসিবি হাই-পারফরম্যান্সের (এইচপি) হয়ে চার দিনের দ্বিতীয় ম্যাচে ফিরে করেছেন দুটি ফিফটি। বল হাতেও ছিলেন দুর্দান্ত।
অস্ট্রেলিয়ায় জয়ের অলরাউন্ডার নৈপুণ্যে চার দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান শাহিনসকে হারিয়েছিল এইচপি। নাঈম-জাকিররাও লাল বলের নিয়মিত ক্রিকেটার। পাকিস্তান ‘এ’ দলের মোহাম্মদ হুরাইরা, কামরান গুলামরাও দারুণ ছন্দে রয়েছেন।
জয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
২ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৩ ঘণ্টা আগেএ বছরের মে মাসে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুল ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নতিতে দেশের বিভিন্ন জেলায় যেতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যে আজ বিসিবি সভাপতি বসেছেন ক্রিকেটারদের সঙ্গে।
৪ ঘণ্টা আগেপাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় গতকালই হকি এশিয়া কাপ খেলার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। আজ পেল টুর্নামেন্টের সূচিও। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। অপর গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।
৪ ঘণ্টা আগে