বিশ্বকাপের আগে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে স্বাগতিকদের গা গরমের সুযোগ আর হলো কই। উল্টো বৃষ্টির খেল দেখা গেছে ভারতের প্রস্তুতি ম্যাচগুলোতে। গুয়াহাটিতে বৃষ্টিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হয়নি একটি বলও। আজও তিরুবন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচটিও হতে দেয়নি বৃষ্টি।
বৃষ্টিতে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি অবশ্য নেওয়া হয়নি ঠিকই। তবে এর মধ্যেই অনেক দীর্ঘ পথ ভ্রমণ করলেন স্বাগতিক ক্রিকেটাররা। দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় তারকা ক্রিকেটাররা ভ্রমণ করেছেন ৩৪০০ কিলোমিটার বা ২,১৭০ মাইল। খেলা না হওয়ায় ভারতের এই লম্বা ভ্রমণ বৃথা হয়ে গেল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে কয়েক দিনের বিশ্রাম পাচ্ছে স্বাগতিক ভারত। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। বিশ্বকাপে ভারতকে পাড়ি দিতে হবে ৯৭০০ কিলোমিটার পথ। চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লক্ষ্ণৌ, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু—এই ৯টি ম্যাচ ৯টি ভিন্ন ভেন্যুতে খেলতে হবে ভারতকে। যেখানে বিমানে ভারতের বড় বড় শহরগুলোতে ভ্রমণ করতেই গড়ে ৩-৪ ঘণ্টা লেগে যায়।
কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে তারা। সিরিজটিই শেষ প্রস্তুতি ম্যাচ হয়ে থাকল ভারতের। বিশ্বকাপের লম্বা পথ ভ্রমণের মহড়াও দিয়েছে ভারত। মোহালি, ইন্দোর, রাজকোট—ভারতের তিন রাজ্যের তিন ভেন্যুতে হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ। যেখানে মোহালি ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত। আর ইন্দোর ও রাজকোট এই দুটি স্টেডিয়াম মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্যে।
বিশ্বকাপের আগে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে স্বাগতিকদের গা গরমের সুযোগ আর হলো কই। উল্টো বৃষ্টির খেল দেখা গেছে ভারতের প্রস্তুতি ম্যাচগুলোতে। গুয়াহাটিতে বৃষ্টিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হয়নি একটি বলও। আজও তিরুবন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচটিও হতে দেয়নি বৃষ্টি।
বৃষ্টিতে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি অবশ্য নেওয়া হয়নি ঠিকই। তবে এর মধ্যেই অনেক দীর্ঘ পথ ভ্রমণ করলেন স্বাগতিক ক্রিকেটাররা। দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় তারকা ক্রিকেটাররা ভ্রমণ করেছেন ৩৪০০ কিলোমিটার বা ২,১৭০ মাইল। খেলা না হওয়ায় ভারতের এই লম্বা ভ্রমণ বৃথা হয়ে গেল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে কয়েক দিনের বিশ্রাম পাচ্ছে স্বাগতিক ভারত। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। বিশ্বকাপে ভারতকে পাড়ি দিতে হবে ৯৭০০ কিলোমিটার পথ। চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লক্ষ্ণৌ, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু—এই ৯টি ম্যাচ ৯টি ভিন্ন ভেন্যুতে খেলতে হবে ভারতকে। যেখানে বিমানে ভারতের বড় বড় শহরগুলোতে ভ্রমণ করতেই গড়ে ৩-৪ ঘণ্টা লেগে যায়।
কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে তারা। সিরিজটিই শেষ প্রস্তুতি ম্যাচ হয়ে থাকল ভারতের। বিশ্বকাপের লম্বা পথ ভ্রমণের মহড়াও দিয়েছে ভারত। মোহালি, ইন্দোর, রাজকোট—ভারতের তিন রাজ্যের তিন ভেন্যুতে হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ। যেখানে মোহালি ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত। আর ইন্দোর ও রাজকোট এই দুটি স্টেডিয়াম মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্যে।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৯ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১০ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১২ ঘণ্টা আগে