Ajker Patrika

বিশ্বকাপে মোদি স্টেডিয়ামে হামলার হুমকি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৬: ০২
বিশ্বকাপে মোদি স্টেডিয়ামে হামলার হুমকি

ভারতে ২০২৩ বিশ্বকাপ শুরুর পর তিন দিন চলছে। এরই মধ্যে শোনা গেছে দুঃসংবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেওয়া হয়েছে হামলার হুমকি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে হামলার তথ্য। গত পরশু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) থেকে মুম্বাই সিটি পুলিশ কন্ট্রোলরুম সতর্কবার্তা পেয়েছে। এনআইএর কাছে ইমেইলে এসেছে হুমকির বার্তা। ইমেইলের বার্তায় বলা হয়েছে, ‘যদি সরকার আমাদের ৫০০ কোটি রুপি না দেয় এবং লরেন্স বিষ্ণইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে।

হিন্দুস্তানে সবকিছুই তো বিক্রি হয়। আমরাও তাই কিছু কিনতে চাইছি। যতই বাঁচার চেষ্টা করুন না কেন, আপনারা বাঁচতে পারবেন না। কিছু বলতে চাইলে আমাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করুন।’ ইমেইলে পাঠানো হুমকি সম্পর্কে প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে জড়িত এজেন্সিগুলোকে সতর্ক করেছে এনআইএ। গুজরাট পুলিশকেও জানানো হয়েছে হুমকির ব্যাপারে। 

এনআইএর সতর্কবার্তা পেয়ে নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ, যেখানে এবারের বিশ্বকাপের এক সেমিফাইনালসহ পাঁচ ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লিগ পর্বের ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ভারত-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-আফগানিস্তান—এই চারটি ম্যাচ হবে। 

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আহমেদাবাদে গত বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে আহমেদাবাদের বিভিন্ন এলাকার ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। সঙ্গে চা-নাশতার কুপনের কথাও বলা হয়েছিল। তবে সেই ম্যাচে স্টেডিয়ামের অর্ধেক অংশ ছিল খালি। 

অন্যদিকে ২০১৪ সাল থেকে কারাগারে আছেন বিষ্ণই। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতর থেকে তিনি তাঁর গ্যাং পরিচালনা করছেন। পাঞ্জাবি গায়ক সিধু মুসিওয়ালার খুনসহ বিভিন্ন মামলা আছে তাঁর নামে। গত বছর খুনের দায় স্বীকার করেছেন বিষ্ণই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত