প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। বাকি তিন ম্যাচের যেকোনো একটিতে জিততে পারলেই এই অপেক্ষাটা শেষ হবে। সুযোগটা নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না মাহমুদউল্লাহ রিয়াদরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলছেন, টানা দুই জয়ের পর সিরিজ জিততে না পারার কোনো কারণ দেখেন না তিনি।
দুই ম্যাচেই দারুণ দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। মিরপুরের উইকেটে মোস্তাফিজ-সাকিব-নাসুমদের খেলতে ভালোই বেগ পেতে হচ্ছে অস্ট্রেলিয়ানদের ব্যাটসম্যানদের। দুই ম্যাচেই টপ-অর্ডার জ্বলে উঠতে না পারলেও প্রয়োজনের মুহূর্তে কেউ–না কেউ হাল ধরেছেন দলের। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের দারুণ সুযোগ দেখছেন বিসিবি সভাপতি পাপন। তিনি আজ দুপুরে শেখ কামাল মিলনায়তনে জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বলেছেন, ‘আমরা যেভাবে খেলে আসছি, এভাবে সর্বোচ্চটা দিয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারলে অবশ্যই আমি মনে করি সিরিজ না জেতার আর কোনো কারণ নেই।’
তবে টানা দুই জয়ের পর এখনই স্বস্তি দেখছেন না পাপন। বাকি ম্যাচগুলোতেও মাহমুদউল্লাহদের সতর্ক থাকার কথা বলেছেন, ‘একবারও যদি আমাদের মনে হয়, দুটো ম্যাচ তো জিতেছি বাকিগুলোও জিতব। এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
কোনো সংস্করণেই এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতেনি বাংলাদেশ। ২০০৫ সালে ওয়ানডেতে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের পর অজিদের বিপক্ষে আরেকটি জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল ১২ বছর। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর পর দুই ম্যাচের সিরিজটা জেতার সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেননি সাকিব-তামিমরা। সিরিজটা ১–১ ড্র হয়েছিল। এবার সংস্করণ ভিন্ন। সেই ভিন্ন সংস্করণেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মাহমুদউল্লাহদের সামনে।
প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। বাকি তিন ম্যাচের যেকোনো একটিতে জিততে পারলেই এই অপেক্ষাটা শেষ হবে। সুযোগটা নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না মাহমুদউল্লাহ রিয়াদরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলছেন, টানা দুই জয়ের পর সিরিজ জিততে না পারার কোনো কারণ দেখেন না তিনি।
দুই ম্যাচেই দারুণ দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। মিরপুরের উইকেটে মোস্তাফিজ-সাকিব-নাসুমদের খেলতে ভালোই বেগ পেতে হচ্ছে অস্ট্রেলিয়ানদের ব্যাটসম্যানদের। দুই ম্যাচেই টপ-অর্ডার জ্বলে উঠতে না পারলেও প্রয়োজনের মুহূর্তে কেউ–না কেউ হাল ধরেছেন দলের। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের দারুণ সুযোগ দেখছেন বিসিবি সভাপতি পাপন। তিনি আজ দুপুরে শেখ কামাল মিলনায়তনে জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বলেছেন, ‘আমরা যেভাবে খেলে আসছি, এভাবে সর্বোচ্চটা দিয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারলে অবশ্যই আমি মনে করি সিরিজ না জেতার আর কোনো কারণ নেই।’
তবে টানা দুই জয়ের পর এখনই স্বস্তি দেখছেন না পাপন। বাকি ম্যাচগুলোতেও মাহমুদউল্লাহদের সতর্ক থাকার কথা বলেছেন, ‘একবারও যদি আমাদের মনে হয়, দুটো ম্যাচ তো জিতেছি বাকিগুলোও জিতব। এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
কোনো সংস্করণেই এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতেনি বাংলাদেশ। ২০০৫ সালে ওয়ানডেতে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের পর অজিদের বিপক্ষে আরেকটি জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল ১২ বছর। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর পর দুই ম্যাচের সিরিজটা জেতার সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেননি সাকিব-তামিমরা। সিরিজটা ১–১ ড্র হয়েছিল। এবার সংস্করণ ভিন্ন। সেই ভিন্ন সংস্করণেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মাহমুদউল্লাহদের সামনে।
সামনে এশিয়া কাপ। ২০২৫ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আগস্ট এফটিপির বাইরে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে জিতলে বড় কৃতিত্ব নেই। কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে হারলে আবার বুমেরাং
১ ঘণ্টা আগেমেয়েদের হাত ধরে ফুটবলে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। এক মাসের ব্যবধানে এশিয়ান কাপে নাম লিখিয়েছে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল। মেয়েদের কাছ থেকে এবার অনুপ্রেরণা নিচ্ছেন ছেলেরাও।
২ ঘণ্টা আগেযে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ম্যাচ জিততে তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল, সেই সংস্করণে দলটি এখন দারুণ ছন্দে। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ সবশেষ ৬ টি-টোয়েন্টির মধ্যে চারটিতে জিতেছে। শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের পর লিটন-তানজিদ হাসান তামিমদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলাপ-আলোচনা। কে হবেন পরিচালক, কে হবেন সভাপতি—এসব নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। এমনকি নির্বাচন না হয়ে অ্যাডহক কমিটি গঠন করার কথাও শোনা যাচ্ছে। আলোচনায় আছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
৫ ঘণ্টা আগে