ক্রীড়া ডেস্ক
কাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে মোহাম্মদ নবী-রশিদ খানদের আফগানিস্তান।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফি এসে পড়েছে শেষ ভাগে। টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অজিরা উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আফগানদের পয়েন্ট ৩। আর বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ১। ইংল্যান্ডের পয়েন্ট ০।
পাঁচ ও ছয়ে থাকা আফগানিস্তান, বাংলাদেশ প্রত্যেকেই পাবে সাড়ে ৩ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে সেটা ৪ কোটি ২৩ লাখ টাকা। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ কোটি ৫১ লাখ টাকা করে পাচ্ছে। তাতে হলো ৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে আফগানরা গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় পাবে আরও ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ টাকা)। তাতে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে আফগানরা পাচ্ছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাংলাদেশ কোনো ম্যাচ না জিতে টুর্নামেন্ট শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকাই পাচ্ছে।
পাকিস্তানের সমান ১ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। আয়োজক পাকিস্তান, জস বাটলারের ইংল্যান্ড দুই দলই পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাশাপাশি ১ কোটি ৫১ লাখ টাকা অংশগ্রহণ ফি তো আছেই। যেহেতু পাকিস্তান, ইংল্যান্ডের কেউই গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি, তাতে ‘উইনিং বোনাস’ তাদের পাওয়া হচ্ছে না।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।
কাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে মোহাম্মদ নবী-রশিদ খানদের আফগানিস্তান।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফি এসে পড়েছে শেষ ভাগে। টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অজিরা উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আফগানদের পয়েন্ট ৩। আর বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ১। ইংল্যান্ডের পয়েন্ট ০।
পাঁচ ও ছয়ে থাকা আফগানিস্তান, বাংলাদেশ প্রত্যেকেই পাবে সাড়ে ৩ লাখ ডলার করে। বাংলাদেশি হিসেবে সেটা ৪ কোটি ২৩ লাখ টাকা। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ কোটি ৫১ লাখ টাকা করে পাচ্ছে। তাতে হলো ৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে আফগানরা গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় পাবে আরও ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ টাকা)। তাতে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে আফগানরা পাচ্ছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাংলাদেশ কোনো ম্যাচ না জিতে টুর্নামেন্ট শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকাই পাচ্ছে।
পাকিস্তানের সমান ১ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। আয়োজক পাকিস্তান, জস বাটলারের ইংল্যান্ড দুই দলই পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাশাপাশি ১ কোটি ৫১ লাখ টাকা অংশগ্রহণ ফি তো আছেই। যেহেতু পাকিস্তান, ইংল্যান্ডের কেউই গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি, তাতে ‘উইনিং বোনাস’ তাদের পাওয়া হচ্ছে না।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে