Ajker Patrika

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফখর, শঙ্কায় শাহিন

পাকিস্তানের বিশ্বকাপ দলে ফখর, শঙ্কায় শাহিন

পারফরম্যান্স নিজের পক্ষে না থাকায় টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি ফখর জামানের। এই মারকুটে ব্যাটারকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এসে এই অভিজ্ঞ ব্যাটারকে ১৫ সদস্যের দল অন্তর্ভুক্ত করল পিসিবি। এজন্য মূল স্কোয়াড থেকে স্ট্যান্ডবাইতে চলে যেতে হয়েছে উসমান কাদিরকে।

সম্প্রতি এই লেগ স্পিনারও নিজেকে হারিয়ে খুঁজছেন। শেষ ৬ ইনিংসেই ৩০ এর ওপরে রান দিয়েছেন। উইকেট শিকার ৮টি। কিন্তু উইকেটের তুলনায় তাঁর বেহিসেবি রান খরচের কারণে জায়গাতে হারাতে হয়েছে। অন্যদিকে ফখরও ভালো ফর্মে নেই। গত মাসে এশিয়া কাপে ৬ ইনিংসে সর্বসাকুল্যে করেছেন ৯৬ রান। এরপর নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েন তিনি। অভিজ্ঞতার কারণেই দলে তাঁর সুযোগ হয়েছে।

তবে দলের প্রধান বোলার শাহিন শাহ আফ্রিদি এখনো শঙ্কামুক্ত নয়। চিকি সকরা জানিয়েছেন, আফ্রিদি ৯০ শতাংশ ফিট আছেন। পিসিবি সভাপতি রমিজ রাজা বলেছেন, ‘বিশ্বকাপের আগে অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচে বোঝা যাবে সবকিছু।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল: 
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, আসিফ আলি হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও নাসিম শাহ।

রিজার্ভ বেঞ্চ: 
উসমান কাদির, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ হারিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত