Ajker Patrika

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে গত মাসেই এক নম্বরে উঠে আসেন সাকিব আল হাসান। এবার বোলারদের র‍্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি দেখিয়েছেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে তিন ধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন নয়ে। 

নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডে থেকেই দারুণ বোলিং করেছেন সাকিব। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ১০ রানে নিয়েছিলেন ২ উইকেট। পরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিয়েছেন ২ উইকেট। তৃতীয়টিতে উইকেট না পেলেও ৪ ওভারে ৬ ইকোনমিতে দিয়েছিলেন ২৪ রান। ভালো ছন্দে থাকায় আজ বুধবার হালনাগাদকৃত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন সাকিব। নয় নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬২৮। এর আগে অস্ট্রেলিয়া সিরিজেও দারুণ বোলিং করেন সাকিব। পাঁচ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। 

এদিকে সিরিজের দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান দশ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন। মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬১৪। দুই অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগার এগিয়েছেন এক ধাপ করে। র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বোলারের অবস্থান অপরিবর্তিত আছে। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন তাবারেজ সামশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত