Ajker Patrika

বাংলাদেশ-ভারতের ফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
ছবি: এসিসি
ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে কাল শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের শিরোপা ধরে রাখার লড়াই আর ভারত নামবে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে। ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি দেখতে পারবেন সনি স্পোর্টস নেটওয়ার্কে। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ৩ ও সনি টেন ৫।

যুব এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। আগের ১০ টুর্নামেন্টের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা। বিপরীতে বাংলাদেশ যুব এশিয়া কাপ জিতেছে একবার। গত চার টুর্নামেন্টে এবার নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলছে তারা।

বড় মঞ্চে পারছেন না বড়রা; কিন্তু পাঁচ বছর ধরে ক্রিকেট দেখছে বাংলাদেশ উনিশের ‘দাপট’। ২০১৯ যুব এশিয়া কাপে রানার্সআপ, ২০২৩-এ চ্যাম্পিয়ন, চব্বিশের গল্পটা ভারতের বিপক্ষে লেখা হবে কাল। মাঝে ২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন।

ভারত ও বাংলাদেশ গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। দুই দলই একটি করে ম্যাচে হেরেছে। কিন্তু সেমিতে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে, আর ভারত ৭ উইকেটে হারিয়েছে আরেক গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। কাল দারুণ লড়াইয়ের আভাসই যেন দিচ্ছে আজিজুল হাকিম তামিম ও মোহামেদ আমানের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত