যশ দয়ালের বল ঠিকমতো সংযোগ করতে পারেননি রবীন্দ্র জাদেজা। সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগআউট। বেঙ্গালুরুর এমন রূপকথার মতো প্রত্যাবর্তনের পর চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে চেন্নাই সুপার কিংস-বেঙ্গালুরু ম্যাচে ক্যামেরার লেন্স বারবারই ঘুরে যাচ্ছিল কোহলির দিকে। চেন্নাইয়ের কোনো উইকেট পড়ার পর তাঁর মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। যখন ম্যাচ শেষ হয়, তখন দেখা যায় কোহলির চোখে জল। ক্যামেরা যখন ঘুরে যায় গ্যালারির দিকে, তখন আনুশকাকেও দেখা যায় কাঁদতে। কোহলি-আনুশকার কান্নার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২৪ আইপিএল থেকে যাদের আগেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই দলের এমন প্রত্যাবর্তনে আবেগপ্রবণ হওয়াটাই যে স্বাভাবিক।
২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু হতে পারবে কি না, সেটা অনেক পরের বিষয়। চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে-অফে গেল বেঙ্গালুরু। কোহলি-ফাফ ডু প্লেসিদের খেলতে হবে এলিমিনেটর পর্ব। বলা যায়, প্লে-অফে বেঙ্গালুরুর নকআউট পর্বের শুরু হচ্ছে। এলিমিনেটরে হারলে বেজে যাবে বিদায় ঘণ্টা। এমনকি এলিমিনেটরে জিতলেও নেই স্বস্তি। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—আরও দুই ম্যাচ জিতলেই পাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।
২০২৪ আইপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ জেতে বেঙ্গালুরু। প্লে-অফ দূরে থাক, পয়েন্ট টেবিলের কোন অবস্থানে থেকে তারা শেষ করে, সেটাই ছিল অপেক্ষা। সেখান থেকে টানা ৬ ম্যাচ জিতে কোহলি-ডু প্লেসিরা উঠলেন প্লে-অফ পর্বে। চিন্নস্বামীতে গত রাতে বেঙ্গালুরুর সামনে সমীকরণ ছিল ১৮ রানের জয়। টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৮ রান। ২০১ রান করলেই চেন্নাই উঠে যেত প্লে-অফে। মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিংয়ে প্লে-অফে ওঠার সমীকরণ দাঁড়ায় ৫ বলে ১১ রানের। ২০তম ওভারের দ্বিতীয় বলে ধোনিকে ফেরান দয়াল। শেষ পর্যন্ত ৭ উইকেটে করে ১৯১ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।
কোহলিদের মতো অবস্থা ২০১৪ সালে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। ১০ বছর আগে কলকাতা নিজেদের প্রথম ৭ ম্যাচে জেতে ২ ম্যাচ। সেখান থেকে টানা ৯ ম্যাচ জিতে হয়েছিল চ্যাম্পিয়ন। টানা ৯ ম্যাচ জিতে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতার হাতছানি এখন বেঙ্গালুরুর।
যশ দয়ালের বল ঠিকমতো সংযোগ করতে পারেননি রবীন্দ্র জাদেজা। সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগআউট। বেঙ্গালুরুর এমন রূপকথার মতো প্রত্যাবর্তনের পর চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে চেন্নাই সুপার কিংস-বেঙ্গালুরু ম্যাচে ক্যামেরার লেন্স বারবারই ঘুরে যাচ্ছিল কোহলির দিকে। চেন্নাইয়ের কোনো উইকেট পড়ার পর তাঁর মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। যখন ম্যাচ শেষ হয়, তখন দেখা যায় কোহলির চোখে জল। ক্যামেরা যখন ঘুরে যায় গ্যালারির দিকে, তখন আনুশকাকেও দেখা যায় কাঁদতে। কোহলি-আনুশকার কান্নার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২৪ আইপিএল থেকে যাদের আগেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই দলের এমন প্রত্যাবর্তনে আবেগপ্রবণ হওয়াটাই যে স্বাভাবিক।
২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু হতে পারবে কি না, সেটা অনেক পরের বিষয়। চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে-অফে গেল বেঙ্গালুরু। কোহলি-ফাফ ডু প্লেসিদের খেলতে হবে এলিমিনেটর পর্ব। বলা যায়, প্লে-অফে বেঙ্গালুরুর নকআউট পর্বের শুরু হচ্ছে। এলিমিনেটরে হারলে বেজে যাবে বিদায় ঘণ্টা। এমনকি এলিমিনেটরে জিতলেও নেই স্বস্তি। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—আরও দুই ম্যাচ জিতলেই পাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।
২০২৪ আইপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ জেতে বেঙ্গালুরু। প্লে-অফ দূরে থাক, পয়েন্ট টেবিলের কোন অবস্থানে থেকে তারা শেষ করে, সেটাই ছিল অপেক্ষা। সেখান থেকে টানা ৬ ম্যাচ জিতে কোহলি-ডু প্লেসিরা উঠলেন প্লে-অফ পর্বে। চিন্নস্বামীতে গত রাতে বেঙ্গালুরুর সামনে সমীকরণ ছিল ১৮ রানের জয়। টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৮ রান। ২০১ রান করলেই চেন্নাই উঠে যেত প্লে-অফে। মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিংয়ে প্লে-অফে ওঠার সমীকরণ দাঁড়ায় ৫ বলে ১১ রানের। ২০তম ওভারের দ্বিতীয় বলে ধোনিকে ফেরান দয়াল। শেষ পর্যন্ত ৭ উইকেটে করে ১৯১ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।
কোহলিদের মতো অবস্থা ২০১৪ সালে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। ১০ বছর আগে কলকাতা নিজেদের প্রথম ৭ ম্যাচে জেতে ২ ম্যাচ। সেখান থেকে টানা ৯ ম্যাচ জিতে হয়েছিল চ্যাম্পিয়ন। টানা ৯ ম্যাচ জিতে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতার হাতছানি এখন বেঙ্গালুরুর।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে