Ajker Patrika

চোখের জল ধরে রাখতে পারেননি কোহলি-আনুশকা

আপডেট : ১৯ মে ২০২৪, ২১: ৪৬
চোখের জল ধরে রাখতে পারেননি কোহলি-আনুশকা

যশ দয়ালের বল ঠিকমতো সংযোগ করতে পারেননি রবীন্দ্র জাদেজা। সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগআউট। বেঙ্গালুরুর এমন রূপকথার মতো প্রত্যাবর্তনের পর চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে চেন্নাই সুপার কিংস-বেঙ্গালুরু ম্যাচে ক্যামেরার লেন্স বারবারই ঘুরে যাচ্ছিল কোহলির দিকে। চেন্নাইয়ের কোনো উইকেট পড়ার পর তাঁর মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। যখন ম্যাচ শেষ হয়, তখন দেখা যায় কোহলির চোখে জল। ক্যামেরা যখন ঘুরে যায় গ্যালারির দিকে, তখন আনুশকাকেও দেখা যায় কাঁদতে। কোহলি-আনুশকার কান্নার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০২৪ আইপিএল থেকে যাদের আগেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই দলের এমন প্রত্যাবর্তনে আবেগপ্রবণ হওয়াটাই যে স্বাভাবিক। 

বেঙ্গালুরুর জয়ের পর চোখের জল ধরে রাখতে পারেননি কোহলি২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু  হতে পারবে কি না, সেটা অনেক পরের বিষয়। চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে-অফে গেল বেঙ্গালুরু। কোহলি-ফাফ ডু প্লেসিদের খেলতে হবে এলিমিনেটর পর্ব। বলা যায়, প্লে-অফে বেঙ্গালুরুর নকআউট পর্বের শুরু হচ্ছে। এলিমিনেটরে হারলে বেজে যাবে বিদায় ঘণ্টা। এমনকি এলিমিনেটরে জিতলেও নেই স্বস্তি। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—আরও দুই ম্যাচ জিতলেই পাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। 

২০২৪ আইপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ জেতে বেঙ্গালুরু। প্লে-অফ দূরে থাক, পয়েন্ট টেবিলের কোন অবস্থানে থেকে তারা শেষ করে, সেটাই ছিল অপেক্ষা। সেখান থেকে টানা ৬ ম্যাচ জিতে কোহলি-ডু প্লেসিরা উঠলেন প্লে-অফ পর্বে। চিন্নস্বামীতে গত রাতে বেঙ্গালুরুর সামনে সমীকরণ ছিল ১৮ রানের জয়। টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৮ রান। ২০১ রান করলেই চেন্নাই উঠে যেত প্লে-অফে। মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিংয়ে প্লে-অফে ওঠার সমীকরণ দাঁড়ায় ৫ বলে ১১ রানের। ২০তম ওভারের দ্বিতীয় বলে ধোনিকে ফেরান দয়াল। শেষ পর্যন্ত ৭ উইকেটে করে ১৯১ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। 

চোখের জল ধরে রাখতে পারেননি আনুশকাও। ছবি: টুইটার কোহলিদের মতো অবস্থা ২০১৪ সালে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। ১০ বছর আগে কলকাতা নিজেদের প্রথম ৭ ম্যাচে জেতে ২ ম্যাচ। সেখান থেকে টানা ৯ ম্যাচ জিতে হয়েছিল চ্যাম্পিয়ন। টানা ৯ ম্যাচ জিতে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতার হাতছানি এখন বেঙ্গালুরুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত