Ajker Patrika

নিজের ভবিষ্যৎ নিয়ে এখন কী ভাবছেন সাকিব

আপডেট : ০২ জুলাই ২০২৪, ২০: ৫১
নিজের ভবিষ্যৎ নিয়ে এখন কী ভাবছেন সাকিব

মাগুরা-১ আসন থেকে কয়েক মাস আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বয়স পেরিয়েছে ৩৭ বছর। আন্তর্জাতিক ক্রিকেটেও তেমন একটা নিয়মিত নন। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন চলে, সাকিবের ভবিষ্যৎ কী?

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে কদিন আগে। ব্যাটিং-বোলিং কোনোটিতেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার আজ রওনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। ৫ জুলাই শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং টুর্নামেন্টের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনেছে। যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট শেষে তাঁকে উড়াল দিতে হবে কানাডায়। সেখানে (কানাডা) গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাঁকে নিয়েছে বাংলা টাইগার্স মিসিসাউগা। ভবিষ্যৎ পরিকল্পনার কথা এলে হযরত শাহজালাল বিমানবন্দরে সংবাদমাধ্যমকে সাকিব বলেন,  ‘নিজেকে নিয়ে এখন কোনো পরিকল্পনা নেই। আপাতত এখন পরিকল্পনা হচ্ছে যে দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি। এর পরপরই থাকবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, যেটা কানাডাতে।’

যুক্তরাষ্ট্র, কানাডা দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হতে হতে আগস্টের মাঝামাঝি। আগস্টেই পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দল যাবে টেস্ট সিরিজ খেলতে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপাতত এই পর্যন্তই ভাবছেন সাকিব, ‘দুইটা টুর্নামেন্ট (এমএলসি, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ) খেলে দেখি নিজের কী অবস্থা। দেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট যা আছে যে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত পরিকল্পনা তাই এতটুকুই। বেশি কিছু পরিকল্পনা করিনি। নিজের বোঝার দরকার আছে। এখন আসলে সেরকম সময় নেই যে তিন-চার বছরের পরিকল্পনা করা। আমার মনে হয় তিন মাস-ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। পরবর্তী পরিকল্পনা তার পরে। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্ত পরিকল্পনা রয়েছে।’

ঘুমের কারণে তাসকিন আহমেদ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের  বিপক্ষে ম্যাচ মিস করেছেন—হঠাৎ করেই এমন সংবাদ চাউর হয়ে যায়। এই ব্যাপারে তাসকিন কথা বলেছেন আজকের পত্রিকার সঙ্গে। বাংলাদেশের তরুণ পেসারের ঘুম-কাণ্ড নিয়ে কথা বলেছেন সাকিবও,‘যেটা হয়েছিল দলের বাস তো একটা সময়ে ছাড়ে। আর আমরা যারা ক্রিকেটার আছি তারা সকলেই জানি, দলের বাস কখনোই অপেক্ষা করে না। যদি কেউ এরকম মিস করে তাহলে তারা পরে গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি আছে কিংবা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, এখানে যানবাহনের সুবিধাটা অনেক কঠিন ছিল। তাসকিন হয়তো মাঠে পৌঁছেছিল টস হওয়ার ৫-১০ মিনিট আগে। খুবই কাছাকাছি সময়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত