Ajker Patrika

ধবলধোলাই করা বাংলাদেশকে আর্জেন্টাইন সাংবাদিকের অভিনন্দন

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৬: ৫৬
ধবলধোলাই করা বাংলাদেশকে আর্জেন্টাইন সাংবাদিকের অভিনন্দন

ইতিহাস তো বাংলাদেশ ক্রিকেট দল করে ফেলেছিল আগেই। গতকাল সেই ইতিহাসকে ভিন্ন মাত্রা দিল বাংলাদেশ। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছেন সাকিব আল হাসানরা। সাকিবদের অভিনন্দন জানিয়েছেন এক আর্জেন্টাইন সাংবাদিক।

প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ছিল ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ইংলিশদের প্রথমবার কোনো দ্বিপক্ষীয় সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ফিনো ইয়োসেন নামের আর্জেন্টাইন সাংবাদিক তাঁর টুইটার অ্যাকাউন্টে সাকিবদের ট্রফি উঁচিয়ে ধরার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইংলিশদের হারিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা দিয়েছেন উচ্চলম্ফ। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৪ গড় ও ১২৭.৪৩ স্ট্রাইক রেটে ১৪৪ রান করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ রান করেছেন। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। বোলারদের র‍্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত