Ajker Patrika

সিলেটে বাংলাদেশের কাছে বিধ্বস্ত নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৫, ১৫: ৫৯
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত বাংলাদেশ ‘এ’। নিউজিল্যান্ড ‘এ’ দল হেরেছে ৭ উইকেটে। ছবি: বিসিবি
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত বাংলাদেশ ‘এ’। নিউজিল্যান্ড ‘এ’ দল হেরেছে ৭ উইকেটে। ছবি: বিসিবি

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে নুরুল হাসান সোহান জানিয়েছেন, এই সিরিজে তাঁর দল শিখতে আসেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে সোহানের কথারই প্রতিফলন ঘটল। ৭ উইকেটের সহজ জয় পেল সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।

সিলেটে আজ প্রথম ওয়ানডেতে বোলিংয়েই অর্ধেক কাজ সেরে রাখে বাংলাদেশ। শরীফুল ইসলাম-সৈয়দ খালেদ আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫০-এর আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। স্বাগতিকেরা এরপর ব্যাটিংটাও করেছে দুর্দান্ত। ১৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। অধিনায়ক সোহানের চারেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশাল জয়।

১৪৮-এর লক্ষ্যে নেমে ৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ৩০ রান। চতুর্থ ওভারের শেষ বলে পারভেজ হোসেন ইমনকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্রিস্টিয়ান ক্লার্ক। ১২ বলে ৬ চারে ২৪ রান করেন ইমন। আরেক ওপেনার নাঈম শেখও দ্রুত বিদায় নিয়েছেন। ষষ্ঠ ওভারের শেষ বলে নাঈমের উইকেটটাও নিয়েছেন ক্লার্ক। নাঈম করেছেন ১৮ রান।

দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ ওভারে ২ উইকেটে ৫৩ রান। তৃতীয় উইকেটে এরপর ৫৫ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১৯তম ওভারের প্রথম বলে বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ডিন ফক্সক্রফট। ৪৫ বলে ৫ চারে ৩৮ রান করেন বিজয়।

বিজয়ের আউটে বাংলাদেশের স্কোর ১৮.১ ওভারে ৩ উইকেটে ১০৮ রান। জয় নিয়ে আর তেমন কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। চতুর্থ উইকেটে অঙ্কন ও সোহান ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ২৮তম ওভারের দ্বিতীয় বলে জেডেন লেনক্সকে পুল করে চার মেরে সোহান বাংলাদেশকে এনে দেন আয়েশি জয়। ৬১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন অঙ্কন। ৩ ছক্কা ও ১ চার মেরেছেন। আর সোহান ২৬ বলে ২০ রান করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫.৫ ওভারে ৯ উইকেটে ৮৫ রানে পরিণত হয় কিউইরা। দশম উইকেটে বেন লিস্টারের সঙ্গে ৬২ রানের জুটি গড়তে অবদান রাখেন ডিন ফক্সক্রফট। ৩৫তম ওভারের তৃতীয় বলে ফক্সক্রফটকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনেছেন ইবাদত। তাতে ৩৪.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় কিউইরা। ৬৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ফক্সক্রফটের ৭২ রানের ইনিংসই নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ।

বাংলাদেশের তানভীর, খালেদ নিয়েছেন তিনটি করে উইকেট। তানভীর ১০ ওভারে খরচ করেন ৪৫ রান। দুই ওভার মেডেন দিয়েছেন। আর খালেদ ৭ ওভারে খরচ করেন ২৭ রান। তিনিই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। খালেদের সমান ওভার ও রান খরচ করেছেন শরীফুল। তবে খালেদ দিয়েছেন ২ ওভার মেডেন। শরীফুল কোনো মেডেন দেননি। এই বাঁহাতি পেসার নিয়েছেন ২ উইকেট। ইবাদতও পেয়েছেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত