আফগানিস্তানের কাছে ১৩০ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর নামিবিয়ার কাছেও হারল স্কটল্যান্ড। বিপরীতে জয় দিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করল নামিবিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার জয় ৪ উইকেটে। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস ও টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দেশটি। সুপার টুয়েলভেও সেই নামিবিয়ান রূপকথা চলছেই।
আবুধাবিতে আজ স্কটল্যান্ডের দেওয়া ১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি নামিবিয়াকে। দুই ওপেনার ক্রেগ উইলিয়ামস আর ফন লিনগেন উদ্বোধনী জুটিতে তোলেন ২৮ রান। পাওয়ার প্লের শেষ ওভারে লিনগেন আউট হলেও উইলিয়ামস দলকে এগিয়ে নিতে থাকেন। দলীয় ৫০ রানে জেন গ্রিন ব্যক্তিগত ৯ রানে ফিরলে দ্বিতীয় উইকেট পড়ে নামিবিয়ার।
৫০ থেকে ৬৭ রানের মধ্যে জেরহার্ড এরাসমস (৪) আর উইকেটে সেট হওয়া উইলিয়ামস (২৩) আউট হলে কিছুটা বিপাকে পড়ে নামিবিয়া। তবে পঞ্চম উইকেট জুটিতে জেজে স্মিট আর অভিজ্ঞ ডেভিড ভিসের ৩১ বলে ৩৫ রানের জুটিতে জয়ের ভিত পায় নামিবিয়া। ১০ রান দূরে থাকতে ভিসে আর ১ রান আগে ইয়ান ফ্রাইলিঙ্ক আউট হলেও ৪ উইকেটের সহজ জয় পায় নামিবিয়া। স্মিট ৩২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে স্মিটের ব্যাট থেকে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। অধিনায়ক এরাসমসের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম ওভারেই স্কটল্যান্ডের তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরান রুবেন ট্রাম্পেলমান। টি-টোয়েন্টির ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট নেন ট্রাম্পেলমান। শোয়েব আখতার, ফিদেল এডওয়ার্ডস ও ইয়াসির আরাফাতের পর চতুর্থ বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট শিকারের কীর্তি গড়েন এই নামিবিয়ান বোলার।
শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্কটল্যান্ড। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কাইল কোয়েটজারের দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৪৪ রান করেন মাইকেল লিস্ক। এরপর ক্রিস গিভসের ২৫ রানের সুবাদে এক শ পেরোয় স্কটল্যান্ড। শেষ পর্যন্ত স্কটিশদের ইনিংস থামে ১০৯ রানে।
আফগানিস্তানের কাছে ১৩০ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর নামিবিয়ার কাছেও হারল স্কটল্যান্ড। বিপরীতে জয় দিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করল নামিবিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার জয় ৪ উইকেটে। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস ও টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দেশটি। সুপার টুয়েলভেও সেই নামিবিয়ান রূপকথা চলছেই।
আবুধাবিতে আজ স্কটল্যান্ডের দেওয়া ১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি নামিবিয়াকে। দুই ওপেনার ক্রেগ উইলিয়ামস আর ফন লিনগেন উদ্বোধনী জুটিতে তোলেন ২৮ রান। পাওয়ার প্লের শেষ ওভারে লিনগেন আউট হলেও উইলিয়ামস দলকে এগিয়ে নিতে থাকেন। দলীয় ৫০ রানে জেন গ্রিন ব্যক্তিগত ৯ রানে ফিরলে দ্বিতীয় উইকেট পড়ে নামিবিয়ার।
৫০ থেকে ৬৭ রানের মধ্যে জেরহার্ড এরাসমস (৪) আর উইকেটে সেট হওয়া উইলিয়ামস (২৩) আউট হলে কিছুটা বিপাকে পড়ে নামিবিয়া। তবে পঞ্চম উইকেট জুটিতে জেজে স্মিট আর অভিজ্ঞ ডেভিড ভিসের ৩১ বলে ৩৫ রানের জুটিতে জয়ের ভিত পায় নামিবিয়া। ১০ রান দূরে থাকতে ভিসে আর ১ রান আগে ইয়ান ফ্রাইলিঙ্ক আউট হলেও ৪ উইকেটের সহজ জয় পায় নামিবিয়া। স্মিট ৩২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে স্মিটের ব্যাট থেকে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। অধিনায়ক এরাসমসের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম ওভারেই স্কটল্যান্ডের তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরান রুবেন ট্রাম্পেলমান। টি-টোয়েন্টির ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট নেন ট্রাম্পেলমান। শোয়েব আখতার, ফিদেল এডওয়ার্ডস ও ইয়াসির আরাফাতের পর চতুর্থ বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট শিকারের কীর্তি গড়েন এই নামিবিয়ান বোলার।
শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্কটল্যান্ড। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কাইল কোয়েটজারের দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৪৪ রান করেন মাইকেল লিস্ক। এরপর ক্রিস গিভসের ২৫ রানের সুবাদে এক শ পেরোয় স্কটল্যান্ড। শেষ পর্যন্ত স্কটিশদের ইনিংস থামে ১০৯ রানে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে