Ajker Patrika

বাফুফের কেলেঙ্কারি নিয়ে পাপন বললেন, ‘নো কমেন্টস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬: ৩১
বাফুফের কেলেঙ্কারি নিয়ে পাপন বললেন, ‘নো কমেন্টস’

দেশের ফুটবল একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাফুফের নানা অসংগতি নিয়ে ফিফার তদন্তে নিষিদ্ধ হয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এ বিষয়টি নিয়ে আজ জানতে চাওয়া হয়েছিল দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। 

দেশের ক্রীড়াঙ্গনে বিসিবির ভূমিকা সবচেয়ে বেশি। নানা সময়ে আর্থিক সহায়তা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে এসেছে বিসিবি। বাফুফের এই কেলেঙ্কারি একজন ক্রীড়া সংগঠক হিসেবে কতটা হতাশার প্রশ্নে পাপন অবশ্য মুখে কুলুপ এঁটে রাখলেন। তাঁর ত্বরিত উত্তর, 'নো কমেন্টস।'

আজ দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন পাপন। কিছুক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। বাফুফের কেলেঙ্কারি নিয়ে শুরুতে কিছুই বলতে চাননি পাপন। পরে যোগ করেন, 'ক্রিকেটের বাইরে কোনো কিছুতেই আগ্রহ নেই। আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এটা দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা দ্রুত হয়ে যায়।' 

বিসিবির ইফতার কার্যক্রম নিয়ে নিয়ে পাপন বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সময় ইফতার মাহফিল করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরিবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ওনার এই নির্দেশ ক্রমে আমরা আসলে আজ শুরু করেছি। এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে, বিশেষ করে গ্রাউন্ডসম্যান, সিকিউরিটি, ক্লিনারস—এদের প্রতীকী হিসেবে এখানে দিলাম। এখানকার মাদ্রাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমার ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত