Ajker Patrika

শান্তর জায়গায় লিটন, নওয়াজের পরিবর্তে ফাহিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৩
শান্তর জায়গায় লিটন, নওয়াজের পরিবর্তে ফাহিম

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। টসের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘অবশ্যই প্রথমে ব্যাটিং করব। আগে ব্যাটিং না করার কোনো কারণ নেই।’ 

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। এক পরিবর্তন এনে পাকিস্তান গতকালই একাদশ ঘোষণা করেছিল। বাংলাদেশের বিপক্ষে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে তারা। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। 

লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। এশিয়া কাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় দেখা গেছে, স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও কার্যকর ভূমিকা রাখছে, উইকেটও বেশি শিকার করছেন। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করেছেন আরেক পেসার ফাহিমকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন। 

বাংলাদেশ দলের একাদশেও পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছিল চোটে নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়ার দিনই। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন লিটন দাস। 

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। 

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত