নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
১ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
২ ঘণ্টা আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
২ ঘণ্টা আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
৩ ঘণ্টা আগে