নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩১ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
২ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে