Ajker Patrika

কুমিল্লাকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৫০
কুমিল্লাকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা

খেলা শুরুর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অন্যরা যখন ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত তখন উইকেটের ওপর দাঁড়িয়ে ফাফ ডু প্লেসিস যেন ধ্যানমগ্ন ঋষি। একাগ্র মনে ব্যাটিং শ্যাডো করলেন বহুক্ষণ ধরে। কখনো রক্ষণাত্মক, কখনো উড়িয়ে মারার প্রস্তুতি। যেন আগের দিনের সেই দুর্দান্ত ব্যাটিং আবারও দেখানোর বার্তা। কিন্তু সেটি আর হলো কই। ঝড় তোলার আগেই যে তাঁকে ফিরতে হয় রানআউটে কাটা পড়ার দুঃখ নিয়ে।

ডু প্লেসির এমন বিদায়ে যেন লেখা হয়ে যায় ম্যাচের চিত্রনাট্যও। শেষ পর্যন্ত এই বিপিএলে প্রথমবারের মতো মিনিস্টার গ্রুপ ঢাকার কাছে ৫০ রানের মলিন হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কুমিল্লাকে।
জহুর আহমেদ চৌধুরীর রহস্যময় উইকেটে আগে ব্যাটিং করে মিনিস্টার গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহর দুরন্ত ব্যাটিং, তামিম ইকবালের আরও একটি কার্যকরী ইনিংসে ১৮১ রানের বোঝা চাপিয়ে দেওয়ার পর আঁটসাঁটো বোলিং আর দুর্দান্ত ফিল্ডিং। তাতেই ১৩১ রানে শেষ কুমিল্লা।

কুমিল্লার বিপক্ষে এদিন কী দুর্দান্ত ইনিংসটাই না খেললেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে এসেছিলেন চার নম্বরে। ঢাকার অধিনায়ককে টলাতে পারেনি কুমিল্লার কোনো বোলাররই। সঙ্গী হিসেবে কাউকেই দীর্ঘক্ষণ পাননি মাহমুদউল্লাহ। কখনো শুভাগত, কখনো আন্দ্রে রাসেল আবার কখনো মোহাম্মদ নাঈম-মাশরাফি। ঘন ঘন সঙ্গী বদল হলেও রানের চাকা থামাননি মাহমুদউল্লাহ।

বিপিএলে এবার বড় ইনিংস যেন হয়েও হচ্ছিল না মাহমুদউল্লাহর। তিনবার ফিফটির পথে এগিয়েওে পা হড়কেছে শেষ পর্যন্ত। সেই হতাশা মুছে কাল খেললেন ৪১ বলে ৭০ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস। ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংসের দিন মাহমুদউল্লাহ নিজের অর্জনটাকেও বেশ সমৃদ্ধ করলেন। ছুঁয়েছেন দারুণ কিছু মাইলফলকও। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পেয়েছেন পাঁচ হাজার রান। শুধু বিপিএল হিসাব করলে তৃতীয় ব্যাটার হিসেবে দুই হাজার রানও হয়ে গেল ঢাকার অধিনায়কের। সব মিলিয়ে ২৭২ ম্যাচে ৫১৪৫ রান এখন মাহমুদউল্লাহর। এর আগে দেশের হয়ে পাঁচ হাজার রান পেরিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

কুমিল্লা ভিক্টোরিয়ানস ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন আন্দ্রে রাসেলএর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফেরেন মোহাম্মদ শাহজাদ (৬)। এরপর তামিমের সঙ্গী হন ইমরানুজ্জামান। কিন্তু তিনিও হতাশ করেছেন। পরের গল্পটা তামিম-মাহমুদউল্লাহর। দারুণ খেলতে থাকা তামিম ফিফটির ৪ রান আগে থামলে ভাঙে জুটি। তামিম ফেরার পর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ঢাকাকে পৌঁছে দেন রান পাহাড়ে।
জবাবে ব্যাটং করতে নেমে শুরুতে লিটনকে হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। সেই চাপ আরও বাড়ে ডু প্লেসিস ফিরলে। সেই চাপ থেকে আর বেরোতে পারেনি ইমরুল কায়েসের দল। মাঝখানে মাহমুদুল হাসান জয় ও ইমরুল চেষ্টা করলেও দলকে বেশিদূর নিতে পারেননি।

ঢাকার সব বোলারই ভালো বোলিং তো করেছেনই, সঙ্গে আগের ম্যাচে কুমিল্লার দুই হিরো ডু প্লেসিস-ক্যামেরুন ডেলপোর্টকে ফিরিয়েছেন দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট করে। তাতেই ১৫ বল বাকি রেখে দিয়েই অলআউট কুমিল্লা।

সংক্ষিপ্ত স্কোর

মিনিস্টার গ্রুপ ঢাকা
২০ ওভারে ১৮১/৬
মাহমুদউল্লাহ ৭০, তামিম ৪৬
তানভীর ২/৩৬, মোস্তাফিজ ১/২৬
কুমিল্লা ভিক্টোরিয়ানস
১৭.৩ ওভারে ১৩১/১০
জয় ৪৬, ইমরুল ২৮
রাসেল ৩/১৭, কাইস ২/২৭
ফল: মিনিস্টার গ্রুপ ঢাকা ৫০ রানে জয়ী
ম্যাচসেরা : মাহমুদউল্লাহ রিয়াদ (মিনিস্টার গ্রুপ ঢাকা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত