বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে বিতর্ক চলছে। খোদ ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ জানিয়েছিলেন, ভারতকে বিশ্বকাপ জেতাতে পিচ তৈরিতে সহায়তা দিচ্ছে আইসিসি। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মতো করে পিচ বানিয়ে নিচ্ছে ভারত।
শেবাগের মতো এমন সরাসরি বলতে না পারলেও পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তানের সাবেক ওপেনারের মতে—পিচ আসলে কে তৈরি করে, আইসিসি নাকি বিসিসিআই। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আহমেদাবাদ ও চেন্নাইয়ের পিচ নিয়ে। এ দুই পিচেই সবচেয়ে কম রানের ম্যাচ হয়েছে।
কম রানের দুই ম্যাচেই স্বাগতিক ভারত ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে। প্রথমে ব্যাটিং করা দল কোনো মাঠেই ২০০ রান করতে পারিনি। ফলে এ দুই ম্যাচের পিচকে ‘সাধারণ’ পিচ বলে রেটিং দিয়েছে আইসিসি। আইসিসির মতে, দুটি ম্যাচের পিচ ছিল সাধারণ মানের।
তবে আইসিসির এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রাহুল দ্রাবিড়। আহমেদাবাদ ও চেন্নাইকে সাধারণ পিচের রেটিং দেওয়া মানতে পারছেন না ভারতীয় কোচ। গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সম্মান রেখেই বলছি, দুটি পিচকে যে রেটিং দেওয়া হয়েছে, তার সঙ্গে একমত নই। আমি মনে করি ভালো পিচ ছিল। আপনি যদি ৩৫০ (রান) ম্যাচকে ভালো পিচের রেটিং করতে চান, তাহলে আমি এর সঙ্গে একমত নই। আপনাকে ভিন্ন ভিন্ন পিচের চরিত্র মনে রাখতে হবে।’
বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে বিতর্ক চলছে। খোদ ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ জানিয়েছিলেন, ভারতকে বিশ্বকাপ জেতাতে পিচ তৈরিতে সহায়তা দিচ্ছে আইসিসি। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মতো করে পিচ বানিয়ে নিচ্ছে ভারত।
শেবাগের মতো এমন সরাসরি বলতে না পারলেও পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তানের সাবেক ওপেনারের মতে—পিচ আসলে কে তৈরি করে, আইসিসি নাকি বিসিসিআই। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আহমেদাবাদ ও চেন্নাইয়ের পিচ নিয়ে। এ দুই পিচেই সবচেয়ে কম রানের ম্যাচ হয়েছে।
কম রানের দুই ম্যাচেই স্বাগতিক ভারত ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে। প্রথমে ব্যাটিং করা দল কোনো মাঠেই ২০০ রান করতে পারিনি। ফলে এ দুই ম্যাচের পিচকে ‘সাধারণ’ পিচ বলে রেটিং দিয়েছে আইসিসি। আইসিসির মতে, দুটি ম্যাচের পিচ ছিল সাধারণ মানের।
তবে আইসিসির এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রাহুল দ্রাবিড়। আহমেদাবাদ ও চেন্নাইকে সাধারণ পিচের রেটিং দেওয়া মানতে পারছেন না ভারতীয় কোচ। গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সম্মান রেখেই বলছি, দুটি পিচকে যে রেটিং দেওয়া হয়েছে, তার সঙ্গে একমত নই। আমি মনে করি ভালো পিচ ছিল। আপনি যদি ৩৫০ (রান) ম্যাচকে ভালো পিচের রেটিং করতে চান, তাহলে আমি এর সঙ্গে একমত নই। আপনাকে ভিন্ন ভিন্ন পিচের চরিত্র মনে রাখতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১১ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৪৩ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে