ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
‘বি’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে। দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে সেমির লাইনআপ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ইংল্যান্ডকে গুঁড়িয়ে সেমি নিশ্চিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘আমি এখন শুধুই ঘুমাতে চাই। আগামীকাল (আজ) চিন্তা করব এটা নিয়ে। আপাতত বিশ্রাম নেব এবং এই জয়টা উপভোগ করব।’
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতায় ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি ইয়ানসেনের। তবে যা করার, সেটা তো বোলিংয়েই করে দিয়েছেন তিনি। ৭ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল সল্ট, জেমি স্মিথ, বেন ডাকেট—ইংল্যান্ডের টপ অর্ডার ইয়ানসেন ভেঙে দিয়েছেন ৬.৪ ওভারে। ৩ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ধরেছেন ৩ ক্যাচ। বোলিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ-সেরা প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘খুবই ভালো লাগছে। বোলিংয়ের কথা চিন্তা করলে এই কন্ডিশনে বোলিং করা সহজ কাজ না। কোনো সুইং ছিল না। তাতে আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’
ইয়ানসেনের তিন ক্যাচের একটি কট অ্যান্ড বোল্ড। সপ্তম ওভারের চতুর্থ বলে ২১ বলে ২৪ রান করা বেন ডাকেটকে কট অ্যান্ড বোল্ড করেন ইয়ানসেন। আর হ্যারি ব্রুকের যে ক্যাচটা তিনি (ইয়ানসেন) ধরেছেন, সেটা দুর্দান্ত। লং অন থেকে ২৮ মিটার দৌড়ে ডিপ মিড উইকেটে পৌঁছে বল তালুবন্দী করেছেন ইয়ানসেন। ব্রুকের ক্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘শুধুই কি ২৮ মিটার? আমি বলটা ওপরে উঠতে দেখলাম এবং বেশি কিছু চিন্তা করিনি। বলের কাছাকাছি কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে ভেবেছি। ভাগ্য ভালো যে দ্রুত বলটা ধরতে পেরেছি।’
আরও খবর পড়ুন:
সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
‘বি’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে। দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে সেমির লাইনআপ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ইংল্যান্ডকে গুঁড়িয়ে সেমি নিশ্চিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘আমি এখন শুধুই ঘুমাতে চাই। আগামীকাল (আজ) চিন্তা করব এটা নিয়ে। আপাতত বিশ্রাম নেব এবং এই জয়টা উপভোগ করব।’
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতায় ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি ইয়ানসেনের। তবে যা করার, সেটা তো বোলিংয়েই করে দিয়েছেন তিনি। ৭ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল সল্ট, জেমি স্মিথ, বেন ডাকেট—ইংল্যান্ডের টপ অর্ডার ইয়ানসেন ভেঙে দিয়েছেন ৬.৪ ওভারে। ৩ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ধরেছেন ৩ ক্যাচ। বোলিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ-সেরা প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘খুবই ভালো লাগছে। বোলিংয়ের কথা চিন্তা করলে এই কন্ডিশনে বোলিং করা সহজ কাজ না। কোনো সুইং ছিল না। তাতে আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’
ইয়ানসেনের তিন ক্যাচের একটি কট অ্যান্ড বোল্ড। সপ্তম ওভারের চতুর্থ বলে ২১ বলে ২৪ রান করা বেন ডাকেটকে কট অ্যান্ড বোল্ড করেন ইয়ানসেন। আর হ্যারি ব্রুকের যে ক্যাচটা তিনি (ইয়ানসেন) ধরেছেন, সেটা দুর্দান্ত। লং অন থেকে ২৮ মিটার দৌড়ে ডিপ মিড উইকেটে পৌঁছে বল তালুবন্দী করেছেন ইয়ানসেন। ব্রুকের ক্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘শুধুই কি ২৮ মিটার? আমি বলটা ওপরে উঠতে দেখলাম এবং বেশি কিছু চিন্তা করিনি। বলের কাছাকাছি কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে ভেবেছি। ভাগ্য ভালো যে দ্রুত বলটা ধরতে পেরেছি।’
আরও খবর পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৬ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৭ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৯ ঘণ্টা আগে