Ajker Patrika

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৮: ৫১
ইংল্যান্ডের বিপক্ষে বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মার্কো ইয়ানসেন। ছবি: এএফপি
ইংল্যান্ডের বিপক্ষে বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মার্কো ইয়ানসেন। ছবি: এএফপি

সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।

‘বি’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে। দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে সেমির লাইনআপ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ইংল্যান্ডকে গুঁড়িয়ে সেমি নিশ্চিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘আমি এখন শুধুই ঘুমাতে চাই। আগামীকাল (আজ) চিন্তা করব এটা নিয়ে। আপাতত বিশ্রাম নেব এবং এই জয়টা উপভোগ করব।’

দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতায় ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি ইয়ানসেনের। তবে যা করার, সেটা তো বোলিংয়েই করে দিয়েছেন তিনি। ৭ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল সল্ট, জেমি স্মিথ, বেন ডাকেট—ইংল্যান্ডের টপ অর্ডার ইয়ানসেন ভেঙে দিয়েছেন ৬.৪ ওভারে। ৩ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ধরেছেন ৩ ক্যাচ। বোলিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ-সেরা প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘খুবই ভালো লাগছে। বোলিংয়ের কথা চিন্তা করলে এই কন্ডিশনে বোলিং করা সহজ কাজ না। কোনো সুইং ছিল না। তাতে আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’

ইয়ানসেনের তিন ক্যাচের একটি কট অ্যান্ড বোল্ড। সপ্তম ওভারের চতুর্থ বলে ২১ বলে ২৪ রান করা বেন ডাকেটকে কট অ্যান্ড বোল্ড করেন ইয়ানসেন। আর হ্যারি ব্রুকের যে ক্যাচটা তিনি (ইয়ানসেন) ধরেছেন, সেটা দুর্দান্ত। লং অন থেকে ২৮ মিটার দৌড়ে ডিপ মিড উইকেটে পৌঁছে বল তালুবন্দী করেছেন ইয়ানসেন। ব্রুকের ক্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘শুধুই কি ২৮ মিটার? আমি বলটা ওপরে উঠতে দেখলাম এবং বেশি কিছু চিন্তা করিনি। বলের কাছাকাছি কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে ভেবেছি। ভাগ্য ভালো যে দ্রুত বলটা ধরতে পেরেছি।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত