অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে পাকিস্তান সফরেরও দল ঘোষণা করেছে তারা। দুই সফরের দলে জায়গা হয়নি লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা ওপেনার জেসন রয়ের।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। এ জন্য তারা এ বছর সংক্ষিপ্ত সংস্করণে একটিও ম্যাচ না খেলা তিন ক্রিকেটারকে দলে নিয়েছে।
কিছুদিন আগে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়া বেন স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডকে দলে নিয়েছে ইংলিশরা। চোট ও রোটেশনের কারণে এ বছর ২০ ওভারের কোনো ম্যাচেই খেলেননি এই তিনজন। গত বিশ্বকাপে খেলা টাইমল মিলসের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। মিলসের সঙ্গে এই তালিকার অন্য দুই ক্রিকেটার হচ্ছেন লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
অন্যদিকে ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ জন্য তারা ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য স্টোকসও যাচ্ছেন না পাকিস্তানে। পাকিস্তান সফরের দলে আছেন কিন্তু ২০ ওভারের ম্যাচে অভিষেক হয়নি এমন পাঁচজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ-
টাইমল মিলস, লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডাওসন, রিচার্ড গ্লেসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে পাকিস্তান সফরেরও দল ঘোষণা করেছে তারা। দুই সফরের দলে জায়গা হয়নি লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা ওপেনার জেসন রয়ের।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। এ জন্য তারা এ বছর সংক্ষিপ্ত সংস্করণে একটিও ম্যাচ না খেলা তিন ক্রিকেটারকে দলে নিয়েছে।
কিছুদিন আগে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়া বেন স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডকে দলে নিয়েছে ইংলিশরা। চোট ও রোটেশনের কারণে এ বছর ২০ ওভারের কোনো ম্যাচেই খেলেননি এই তিনজন। গত বিশ্বকাপে খেলা টাইমল মিলসের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। মিলসের সঙ্গে এই তালিকার অন্য দুই ক্রিকেটার হচ্ছেন লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
অন্যদিকে ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ জন্য তারা ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য স্টোকসও যাচ্ছেন না পাকিস্তানে। পাকিস্তান সফরের দলে আছেন কিন্তু ২০ ওভারের ম্যাচে অভিষেক হয়নি এমন পাঁচজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ-
টাইমল মিলস, লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডাওসন, রিচার্ড গ্লেসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১২ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে