বিশ্ব ক্রিকেট নতুন ইতিহাসের সাক্ষী হলো। একই পরিবারের সদস্যদের একসঙ্গে ম্যাচ খেলার রেকর্ড আছে অনেক। কিন্তু ম্যাচ পরিচালনা করেছেন একসঙ্গে এমন উদাহরণ নেই। এবার তেমনি এক রেকর্ড হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) স্বীকৃত টুর্নামেন্ট রেচেল হেহো ফ্লিন্ট ট্রফিতে।
শুধু ক্রিকেটেই নয়, কোনো পেশাদার খেলায় নেই এমন কীর্তি। আরও মজার ব্যাপার হলো, আম্পায়ার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারিং করা দুজনের নাম —নাঈম আশরাফ ও জাসমিন নাঈম।
এমন কীর্তির সুযোগ পেয়ে আশরাফ-জাসমিন দম্পতি খুশি। জাসমিন বলেছেন, ‘ল্যাঙ্কারশায়ার ও গ্রেটার ম্যানচেস্টারের লিগে একসঙ্গে অনেক ম্যাচ পরিচালনা করেছি। তখন কেউ জানত না আমরা বিবাহিত। পেশাদার ক্রিকেটের মতো বড় মঞ্চে সুযোগ পেয়ে আমরা সম্মানিত।’
প্রথম দিকে এই পেশায় আসার কোনো ইচ্ছাই ছিল না জাসমিনের। আম্পায়ারিংয়ের বিষয়ে তিনি বলেছেন, ‘আশরাফ হাতের ব্যথায় স্টেজ থ্রি কোর্সের নোট লিখতে পারছিল না। সেগুলো লিখতে গিয়ে অনেক কিছু শিখেছিলাম। স্বামীর জন্যই আম্পায়ার হতে পেরেছি।’
আশরাফ পাকিস্তান জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি চোটের কারণে। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এই আম্পায়ার বলেছেন,‘ এটি সত্যি গর্বের বিষয়। আমি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে এ পেশায় এসেছি । গতকাল শনিবার আশরাফ-জাসমিন দম্পতি লাইটনিং ও ওয়েস্টার্ন স্ট্রমের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
বিশ্ব ক্রিকেট নতুন ইতিহাসের সাক্ষী হলো। একই পরিবারের সদস্যদের একসঙ্গে ম্যাচ খেলার রেকর্ড আছে অনেক। কিন্তু ম্যাচ পরিচালনা করেছেন একসঙ্গে এমন উদাহরণ নেই। এবার তেমনি এক রেকর্ড হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) স্বীকৃত টুর্নামেন্ট রেচেল হেহো ফ্লিন্ট ট্রফিতে।
শুধু ক্রিকেটেই নয়, কোনো পেশাদার খেলায় নেই এমন কীর্তি। আরও মজার ব্যাপার হলো, আম্পায়ার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে আম্পায়ারিং করা দুজনের নাম —নাঈম আশরাফ ও জাসমিন নাঈম।
এমন কীর্তির সুযোগ পেয়ে আশরাফ-জাসমিন দম্পতি খুশি। জাসমিন বলেছেন, ‘ল্যাঙ্কারশায়ার ও গ্রেটার ম্যানচেস্টারের লিগে একসঙ্গে অনেক ম্যাচ পরিচালনা করেছি। তখন কেউ জানত না আমরা বিবাহিত। পেশাদার ক্রিকেটের মতো বড় মঞ্চে সুযোগ পেয়ে আমরা সম্মানিত।’
প্রথম দিকে এই পেশায় আসার কোনো ইচ্ছাই ছিল না জাসমিনের। আম্পায়ারিংয়ের বিষয়ে তিনি বলেছেন, ‘আশরাফ হাতের ব্যথায় স্টেজ থ্রি কোর্সের নোট লিখতে পারছিল না। সেগুলো লিখতে গিয়ে অনেক কিছু শিখেছিলাম। স্বামীর জন্যই আম্পায়ার হতে পেরেছি।’
আশরাফ পাকিস্তান জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি চোটের কারণে। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এই আম্পায়ার বলেছেন,‘ এটি সত্যি গর্বের বিষয়। আমি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে এ পেশায় এসেছি । গতকাল শনিবার আশরাফ-জাসমিন দম্পতি লাইটনিং ও ওয়েস্টার্ন স্ট্রমের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৪ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৫ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৫ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৫ ঘণ্টা আগে