বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আরব আমিরাতের উইকেটের চরিত্রের কারণেই স্পিনাররা বেশি ভালো করবে বলে বিশ্বাস রশিদের। অন্য সহযোগী দেশ ওমানে অবশ্য ইতিমধ্যে স্পিন ভেলকি দেখা গেছে। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে দুই দলের স্পিনাররা নিয়েছেন ৮ উইকেট। এখন আমিরাতেও স্পিন-জাদু দেখানোর কথা বলছেন রশিদ।
বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ। নিজের দ্বিতীয় বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত হচ্ছেন এই আফগান ঘূর্ণি জাদুকর। মরুর বুকে নিজের জাদু দেখাতে উন্মুখ হয়ে থাকা রশিদ বলেন, ‘এখানকার কন্ডিশন সব সময় স্পিনারদের জন্য সহায়ক। স্পিনাররা এখানে ভালো করবে। উইকেট কীভাবে প্রস্তুত করা হবে, সেটা বিষয় না। এটা সব সময় স্পিনারদের সহায়ক হয়ে থাকে। বিশ্বকাপেও স্পিনাররা বড় অবদান রাখবে।’
প্রায় প্রতিটি দলই স্পিনারদের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে। আইপিএলের দলগুলোও স্পিনকে শক্তি হিসেবে কাজে লাগিয়েছে। স্পিনারদের এই বিশ্বকাপেও দেখার প্রত্যাশা রশিদের, ‘আইপিএলেও আমরা তা দেখেছি। স্পিনাররা এখানে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছে। আশা করছি বিশ্বকাপেও তেমনটা ঘটবে। সেরা স্পিনাররা তাদের দলকে ম্যাচ ফিরিয়ে আনবে এবং জিতিয়ে দেবে।’
দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো না করলেও আইপিএলে উইকেট শিকারে ঠিকই দাপট দেখিয়েছেন রশিদ। দলের হয়ে ১৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে শীর্ষে ছিলেন এই আফগান ক্রিকেটার। এ তালিকায় বাকি দুজন হলেন বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলেও উইকেট শিকারে সেরা দশে ছিলেন রশিদ ও চাহাল। সেবারের প্রতিযোগিতা ও এবারের দ্বিতীয় পর্বে তিনটি ভেন্যুর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। দুবাইয়ে মোট উইকেটের ৩০ শতাংশ নিয়েছেন স্পিনাররা। শারজাহতে সেটি ছিল ৩০.১ শতাংশ এবং আবুধাবিতে ৩২.১ শতাংশ। এমন পরিসংখ্যানে বিশ্বকাপের আগে অনুপ্রাণিত হতেই পারেন স্পিনাররা।
বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আরব আমিরাতের উইকেটের চরিত্রের কারণেই স্পিনাররা বেশি ভালো করবে বলে বিশ্বাস রশিদের। অন্য সহযোগী দেশ ওমানে অবশ্য ইতিমধ্যে স্পিন ভেলকি দেখা গেছে। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে দুই দলের স্পিনাররা নিয়েছেন ৮ উইকেট। এখন আমিরাতেও স্পিন-জাদু দেখানোর কথা বলছেন রশিদ।
বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ। নিজের দ্বিতীয় বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত হচ্ছেন এই আফগান ঘূর্ণি জাদুকর। মরুর বুকে নিজের জাদু দেখাতে উন্মুখ হয়ে থাকা রশিদ বলেন, ‘এখানকার কন্ডিশন সব সময় স্পিনারদের জন্য সহায়ক। স্পিনাররা এখানে ভালো করবে। উইকেট কীভাবে প্রস্তুত করা হবে, সেটা বিষয় না। এটা সব সময় স্পিনারদের সহায়ক হয়ে থাকে। বিশ্বকাপেও স্পিনাররা বড় অবদান রাখবে।’
প্রায় প্রতিটি দলই স্পিনারদের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে। আইপিএলের দলগুলোও স্পিনকে শক্তি হিসেবে কাজে লাগিয়েছে। স্পিনারদের এই বিশ্বকাপেও দেখার প্রত্যাশা রশিদের, ‘আইপিএলেও আমরা তা দেখেছি। স্পিনাররা এখানে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছে। আশা করছি বিশ্বকাপেও তেমনটা ঘটবে। সেরা স্পিনাররা তাদের দলকে ম্যাচ ফিরিয়ে আনবে এবং জিতিয়ে দেবে।’
দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো না করলেও আইপিএলে উইকেট শিকারে ঠিকই দাপট দেখিয়েছেন রশিদ। দলের হয়ে ১৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে শীর্ষে ছিলেন এই আফগান ক্রিকেটার। এ তালিকায় বাকি দুজন হলেন বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলেও উইকেট শিকারে সেরা দশে ছিলেন রশিদ ও চাহাল। সেবারের প্রতিযোগিতা ও এবারের দ্বিতীয় পর্বে তিনটি ভেন্যুর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। দুবাইয়ে মোট উইকেটের ৩০ শতাংশ নিয়েছেন স্পিনাররা। শারজাহতে সেটি ছিল ৩০.১ শতাংশ এবং আবুধাবিতে ৩২.১ শতাংশ। এমন পরিসংখ্যানে বিশ্বকাপের আগে অনুপ্রাণিত হতেই পারেন স্পিনাররা।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২৮ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
৩ ঘণ্টা আগে