Ajker Patrika

মাহমুদউল্লাহ বললেন, বিশ্বকাপ স্পেশাল হবে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২: ২৩
মাহমুদউল্লাহ বললেন, বিশ্বকাপ স্পেশাল হবে

কিছুদিন আগে অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সামাজিক মাধ্যমে এনজেডসির ভিডিও করা পোস্টে দেখা গেছে বিশ্বকাপের দলে থাকা খেলোয়াড়দের নাম তাঁদের সন্তান, স্ত্রী এবং দাদি ঘোষণা করেছেন। 

কিউইদের মতো এত সুন্দর এবং গোছানো না হলেও বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণাতেও অভিনবত্ব ছিল। শেষ দল হিসেবে আজ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার সময় নিজেদের নাম নিজেরাই জানিয়েছেন ক্রিকেটাররা। নিজের নাম ও নম্বরের জার্সি পাওয়ার পর সুযোগ পাওয়া ১৫ জন ক্রিকেটারই বিশ্বকাপ নিয়ে কিছু বলেছেন। 

শুরুটা হয় এবারের বিশ্বকাপে যাঁর নেতৃত্বে বাংলাদেশ খেলবে সেই সাকিব আল হাসানকে দিয়ে। জার্সি পেয়ে তিনি বলেছেন, ‘আমি সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে পঞ্চমবারের মতো প্রতিনিধিত্ব করব।’ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশা আল্লাহ এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।’ 

বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ আছেন বলে জানিয়েছেন লিটন দাস। ২৮ বছর বয়সী তারকার ব্যাটার বলেছেন, ‘আমি লিটন কুমার দাস। দ্বিতীয় বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ আছি।’ লিটনের মতো নাজমুল হাসান শান্তও একই কথা বলেছেন, ‘আমি নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপের খেলার জন্য উন্মুখ আছি।’ 

অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন বেশ কিছু ক্রিকেটার। নিজের অনুভূতি জানাতে গিয়ে তাওহীদ হৃদয় বলেছেন, ‘আমার নাম তাওহীদ হৃদয়। এটি আমার প্রথম বিশ্বকাপ। এগিয়ে চলো বাংলাদেশ।’ পেসার হাসান মাহমুদ প্রথমবার বিশ্বকাপ খেলবেন। তিনি বলেছেন, ‘আমি হাসান মাহমুদ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে রোমাঞ্চ অনুভব করছি।’ 

অন্যদিকে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী পেসার শরীফুল ইসলাম বলেছেন, ‘আমি শরীফুল ইসলাম। প্রথমবার বিশ্বকাপ খেলতে উন্মুখ আছি।’ তাঁর মতো একই রোমাঞ্চ অনুভব করছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। জুনিয়র তামিম বলেছেন, ‘আমি তানজিদ হাসান তামিম। বাংলাদেশে হয় প্রথমবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার জন্য রোমাঞ্চ অনুভব করছি।’ আর জুনিয়র সাকিব বলেছেন, ‘আমি তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করব।’ 

বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ বিশ্বকাপে গর্জে ওঠার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি তাসকিন আহমেদ। চলো বিশ্বকাপে গর্জে উঠি।’ একই সুরে কথা বলেছেন শেখ মেহেদী হাসান, ‘আমি শেখ মেহেদী হাসান। বিশ্বকাপে গর্জে ওঠার জন্য প্রস্তুত আছি।’ আর অলরাউন্ডার মেহেদী হাসান বলেছেন, ‘আমি মেহেদী হাসান মিরাজ। আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত আছি।’ 

অন্যদিকে বাংলাদেশকে বিশ্বকাপে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ। বাঁহাতি পেসার মোস্তাফিজ বলেছেন, ‘আমি মোস্তাফিজুর রহমান। চলো বাংলাদেশ।’ স্পিনার নাসুম বলেছেন, ‘আমি নাসুম আহমেদ। চলো বিশ্বকাপে যাই।’ 

আর দল ঘোষণার শেষটা হয় বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা এমন শঙ্কার মধ্যে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে। নিজের জার্সি পেয়ে অভিজ্ঞ ব্যাটার জানিয়ে এবারের বিশ্বকাপ তাঁর জন্য বিশেষ কিছু। ৩৭ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমি মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের বিশ্বকাপ বিশেষ কিছু।’ 

শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ বিশ্বকাপে সুযোগ পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর চোট নিয়ে শঙ্কা প্রকাশ করা তামিম ইকবালের জায়গা হয়নি। পুরোপুরি ফিট না হওয়ায় বাংলাদেশের সেরা ওপেনারকে দলে রাখেনি বিসিবি। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সাকিব–লিটনদের মিশন শুরু হবে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়। 

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত