আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে