আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
আগেই জানা গিয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল। জুলাই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আজ আসন্ন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন জাহানারা আলম-নিগার সুলতানা জ্যোতিরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।
সিরিজটি খেলতে ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারত। সিরিজের সব ম্যাচ মিরপুরেই হবে। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। বাকি দুটি হবে ১১ ও ১৩ জুলাই। সংক্ষিপ্ত সংস্করণের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২টায়। অন্যদিকে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। শেষ হবে ২২ জুলাই। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে ১৯ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৯ জুলাই প্রথম টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৩ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি বেলা ২টা মিরপুর
১৬ জুলাই প্রথম ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
১৯ জুলাই দ্বিতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
২২ জুলাই তৃতীয় ওয়ানডে সকাল ৯টা ৩০ মিনিট মিরপুর
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে