Ajker Patrika

কোহলির নেতৃত্ব ছাড়ার খবর পুরোটাই ভিত্তিহীন জানাল বিসিসিআই 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২: ১২
কোহলির নেতৃত্ব ছাড়ার খবর পুরোটাই ভিত্তিহীন জানাল বিসিসিআই 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের দায়িত্ব ছাড়তে পারেন বর্তমানে ভারতকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলি। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন একটি খবর প্রকাশ করেছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে খবরটি সত্য নয়, স্রেফ গুজব ছড়ানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে কাল বলা হয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড ভালো। গত আইপিএলেই মুম্বাইয়ের আইপিএল শিরোপা জয়ের পর থেকে শোনা যাচ্ছিল সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব যেতে পারে রোহিত শর্মার কাঁধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই দাবি বাস্তবে রূপ নিতে পারে। খবরটি মুহূর্তেই কাল ভাইরাল হয়েছিল। বিসিসিআই দ্রুতই বিষয়টি পরিষ্কার করেছে। তাদের দাবি, পুরো খবরটাই ভিত্তিহীন। কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে কোনো রকম আলোচনা হয়নি। 

বিরাটের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হবে জানিয়ে সূত্রটি বলেছিল, ‘বিরাটের পক্ষ থেকেই ঘোষণাটা আসেবে। সে এখন ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চায়। আগের অবস্থানে ফিরে যেতে চায় সে।’ অধিনায়কত্ব প্রসঙ্গে বিরাটের পক্ষ থেকে কোনো মন্তব্য আসার আগেই পুরো খবরটাকে গুজব বলে উড়িয়ে দিল বিসিসিআই। 

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সাদা বলের ক্রিকেটে কোহলি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি একেবারেই ভিত্তিহীন। এমন কিছুই ঘটছে না। বিরাট কোহলিই তিন সংস্করণে ভারতের অধিনায়ক থাকছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত