Ajker Patrika

জন্মদিনে দেখে নেওয়া যাক ব্রায়ান লারার বর্ণিল জীবন

জন্মদিনে দেখে নেওয়া যাক ব্রায়ান লারার বর্ণিল জীবন

‘আমার গাঁটের টাকা খরচ করে আমি শুধু তার ব্যাটিংই দেখতে চাইব’—ব্রায়ান লারার ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ রাহুল দ্রাবিড় কথাগুলো বলেছিলেন। শুধু কি সমসাময়িক ব্যাটার দ্রাবিড়? তাঁর ব্যাটিং সৌন্দর্যে বুঁদ ছিলেন প্রতিদ্বন্দ্বী গ্লেন ম্যাকগ্রাও। তিনিও প্রায় দ্রাবিড়ের সুরে সুর মিলিয়েছিলেন, ‘পকেটের শেষ পয়সা দিয়ে কারও খেলা দেখতে হলে আমি ব্রায়ান লারার ব্যাটিং দেখব।’ 

বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তের ক্রিকেট অনুরাগীরা লারার ব্যাটিং শৈলীতে এভাবেই মজে থাকতেন। অথচ ২০০৭ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার দিনে তিনি পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন, ‘আমি কি আপনাদের বিনোদন দিতে পেরেছি?’ 

সেই জীবন্ত কিংবদন্তি লারার আজ ৫৩ তম জন্মদিন। ১৯৬৯ সালের আজকের দিনেই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সান্তা ক্রুজে জন্মগ্রহণ করেন তিনি। ১১ ভাই-বোনের মধ্যে লারা দশম। বাবা ও বোনের ইচ্ছেতেই ক্রিকেটে হাতেখড়ি তাঁর। 

প্রথম শ্রেণি ও টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো লারার দখলে। টেস্টে নয়টি ডাবল সেঞ্চুরি ও দুটি ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও তিনি। রেকর্ড ভাঙা-গড়াকে অভ্যাস বানিয়ে ফেলায় ‘রেকর্ডের বরপুত্র’ বলা হয় তাঁকে। অনেকে ‘ক্রিকেটের বরপুত্র’ও বলে থাকেন। 

নিজের জন্মদিন কখনো ঘটা করে পালন করেননি লারা। এবারও বিশেষ দিনটি সাদামাটাভাবেই কাটাচ্ছেন। বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচ ও কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। বিনোদনদায়ী ব্যাটিংয়ের পুরোধার জন্মদিন এবার ভারতে কাটছে। 

ছবিতে দেখে নেওয়া যাক লারার বর্ণিল জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত: 

৪ বছর বয়সে প্রথমবার ব্যাট হাতে নিয়েছিলেন লারা। উপহার দিয়েছিলেন বড় ভাই। শৈশবে লারা ব্যাটকে নারকেল গাছ দিয়ে বানানো সরঞ্জাম ভাবতেন

পরিবারের সদস্যদের সঙ্গে লারা

মন মাতানো ব্যাটিংয়ের প্রতীক ব্রায়ান লারা

ত্রিনিদাদিয়ান সাংবাদিক লিসেল রোভদাসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল লারার। তাঁর দুই সন্তান সিডনি ও টাইলাকে লিসেলই জন্ম দিয়েছেন

৫০১ নট আউট! ওয়ারউইকশায়ারের হয়ে অবিশ্বাস্য কীর্তির পর স্কোরবোর্ডের সামনে লারা

৪০০ নট আউট! মহাকাব্যিক সেই ইনিংস খেলে মাঠ ছাড়ার সময় সতীর্থদের ‘গার্ড অব অনার’

ঘরের মাঠে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর খেলোয়াড়ি জীবনের ইতি টানেন লারা

ব্রিটিশ মডেল লিনসে ওয়ার্ডের সঙ্গে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন লারা

ব্রায়ান লারার কাছে ব্যাটিং শিখছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কাভার ড্রাইভের দীক্ষা দিচ্ছেন ব্রায়ান লারা

বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচ ও কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন লারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত