Ajker Patrika

বিপিএলের চট্টগ্রাম পর্বে থাকছে বিকল্প ডিআরএস 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০০: ০০
বিপিএলের চট্টগ্রাম পর্বে থাকছে বিকল্প ডিআরএস 

বিপিএল শুরুর আগে থেকেই আলোচনা জুড়ে ছিল ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি না থাকা। বিসিবি কর্মকর্তা থেকে ক্রিকেটারদেরও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ডিআরএস ছাড়াই বিপিএলের ঢাকা পর্ব শেষ হয়েছে। তাতে আলোচনা কমেনি বৈ আরও বেড়েছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে ব্যাটারদের। এরপর নড়চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অনেকটা বাধ্য হয়ে তাই বিপিএলের চট্টগ্রাম পর্বে ডিআরএসের বিকল্প হিসেবে যুক্ত হচ্ছে ‘স্লো মোশন’ প্রযুক্তি। বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। এ প্রযুক্তিতে ক্যাচের অস্পষ্টতা দূর করা না গেলেও এলবিডব্লিউর ক্ষেত্রে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে বল কোথায় পড়ে কোথায় গিয়ে আঘাত করতে পারত সে বিষয়ে ধারণা পাওয়া যায়। প্রতি দল সর্বোচ্চ দুটি রিভিউ নিতে পারবে। সর্বোচ্চ ১৫ সেকেন্ডের মধ্যে ব্যাটারকে রিভিউয়ের ব্যাপারে মাঠের আম্পায়ারকে জানাতে হবে। শুধুমাত্র এলবিডব্লিউর ক্ষেত্রে রিভিউ নিতে পারবেন ব্যাটাররা। 

এ প্রযুক্তির অন্তর্ভুক্তি নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি, ম্যাচ অফিশিয়াল ও টিভি প্রোডাকশন দলের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। সেখান থেকেই ডিআরএসের এই বিকল্প প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত। মাঠের আম্পায়ারের কোনো সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারের অসন্তুষ্টি থাকলে সেটার জন্য টিভি আম্পায়ারের সহায়তা নেওয়া যাবে। রিপ্লে দেখে তিনি যাতে আরও নিখুঁত সিদ্ধান্ত দিতে পারেন। 

বিপিএলের ঢাকা পর্বে কিছু আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ভুগিয়েছে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার ওপেনার নাঈম শেখ ও আন্দ্রে রাসেলের ভুল আউটের পরই মূলত নড়েচড়ে বসে বিসিবি। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দুটি ভুল এলবিডব্লিউ সিদ্ধান্ত দেন। ওপেনার তামিম ইকবালও নিজের আউট মেনে নিতে পারেননি। অনেক সময় এলবিডব্লিউর সিদ্ধান্ত ভুল হওয়ার শঙ্কা থাকে। বল পিচ করে কোন দিকে কতটা বাঁক নিয়ে ব্যাটারের প্যাডে আঘাত করছে, খালি চোখে সেটা নির্ণয় করা কঠিন বলে মনে করেন আম্পায়াররা। এ জন্যই মূলত বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত