অনলাইন ডেস্ক
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।
হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’
নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’
কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।
হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’
নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’
কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৪ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে