আজকের পত্রিকা ডেস্ক
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।
হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’
নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’
কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।
হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’
নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’
কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে