ক্রীড়া ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা এখন হয়ে গেছে হট টপিক। সামাজিক মাধ্যমে পর্যটকদের মৃত্যুতে স্বজনদের আহাজারির ছবি দেখা যাচ্ছে নিয়মিত। দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চলছে, যার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।
When the Deputy Prime Minister of Pakistan calls terrorists “freedom fighters,” it’s not just a disgrace — it’s an open admission of state-sponsored terrorism. pic.twitter.com/QlS1UDzq20
— Danish Kaneria (@DanishKaneria61) April 24, 2025
পেহেলগামে হামলা নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, তখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিতর্ক উসকে দিয়েছেন। বন্দুকধারীদের স্বাধীনতাকামী যোদ্ধা বলে আখ্যায়িত করেছেন ইসহাক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এমন বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে তোপ দাগলেন দানিশ কানেরিয়া। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কানেরিয়া বলেন, ‘যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সন্ত্রাসীদের স্বাধীনতাকামী যোদ্ধা বলেন, তখন ব্যাপারটা শুধু লজ্জারই নয়, এটা রাষ্ট্রীয়ভাবে সরাসরি সন্ত্রাসবাদের ইঙ্গিত।’
ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। পেহেলগাম হামলার পরদিন কানেরিয়া নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন। পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলে ৪৪ বছর বয়সী এই লেগ স্পিনার লিখেছিলেন, ‘যদি পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা না থাকে, কেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানাননি? আপনার বাহিনীকে হঠাৎ কেন হাই অ্যালার্টে রেখেছেন? কারণ, গভীরে গেলে সত্যটা জানা যাবে। আপনারা সন্ত্রাসীদের আশ্রয় ও লালনপালন করছেন। ধিক্কার জানাই।’
If Pakistan truly has no role in the Pahalgam terror attack, why hasn’t Prime Minister @CMShehbaz condemned it yet? Why are your forces suddenly on high alert? Because deep down, you know the truth — you’re sheltering and nurturing terrorists. Shame on you.
— Danish Kaneria (@DanishKaneria61) April 23, 2025
পেহেলগামে নিহতদের জন্য সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীরের মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। হামলার দিনই আইসিস কাশ্মীর নামে একটি সংগঠন থেকে হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। বর্তমানে গম্ভীর ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন।
কাশ্মীরে বন্দুকধারীদের হামলার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ফ্যানকোডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট ভারতের দর্শক সরাসরি দেখতে পারলেও এবার আর তা হচ্ছে না। ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ করা হলো পিএসএল। এমনকি ফ্যানকোডের সাইট থেকে পিএসএলের আগামী ম্যাচগুলোর তথ্য ও পূর্ববর্তী ম্যাচগুলোর ভিডিও মুছে দেওয়া হয়েছে। শুধু ফ্যানকোডে সম্প্রচার বন্ধের ধাক্কাই খাচ্ছে না পিএসএল, পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা এখন হয়ে গেছে হট টপিক। সামাজিক মাধ্যমে পর্যটকদের মৃত্যুতে স্বজনদের আহাজারির ছবি দেখা যাচ্ছে নিয়মিত। দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চলছে, যার প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও।
When the Deputy Prime Minister of Pakistan calls terrorists “freedom fighters,” it’s not just a disgrace — it’s an open admission of state-sponsored terrorism. pic.twitter.com/QlS1UDzq20
— Danish Kaneria (@DanishKaneria61) April 24, 2025
পেহেলগামে হামলা নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, তখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিতর্ক উসকে দিয়েছেন। বন্দুকধারীদের স্বাধীনতাকামী যোদ্ধা বলে আখ্যায়িত করেছেন ইসহাক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এমন বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে তোপ দাগলেন দানিশ কানেরিয়া। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কানেরিয়া বলেন, ‘যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সন্ত্রাসীদের স্বাধীনতাকামী যোদ্ধা বলেন, তখন ব্যাপারটা শুধু লজ্জারই নয়, এটা রাষ্ট্রীয়ভাবে সরাসরি সন্ত্রাসবাদের ইঙ্গিত।’
ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। পেহেলগাম হামলার পরদিন কানেরিয়া নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন। পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলে ৪৪ বছর বয়সী এই লেগ স্পিনার লিখেছিলেন, ‘যদি পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা না থাকে, কেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানাননি? আপনার বাহিনীকে হঠাৎ কেন হাই অ্যালার্টে রেখেছেন? কারণ, গভীরে গেলে সত্যটা জানা যাবে। আপনারা সন্ত্রাসীদের আশ্রয় ও লালনপালন করছেন। ধিক্কার জানাই।’
If Pakistan truly has no role in the Pahalgam terror attack, why hasn’t Prime Minister @CMShehbaz condemned it yet? Why are your forces suddenly on high alert? Because deep down, you know the truth — you’re sheltering and nurturing terrorists. Shame on you.
— Danish Kaneria (@DanishKaneria61) April 23, 2025
পেহেলগামে নিহতদের জন্য সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীরের মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। হামলার দিনই আইসিস কাশ্মীর নামে একটি সংগঠন থেকে হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। বর্তমানে গম্ভীর ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন।
কাশ্মীরে বন্দুকধারীদের হামলার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ফ্যানকোডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট ভারতের দর্শক সরাসরি দেখতে পারলেও এবার আর তা হচ্ছে না। ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ করা হলো পিএসএল। এমনকি ফ্যানকোডের সাইট থেকে পিএসএলের আগামী ম্যাচগুলোর তথ্য ও পূর্ববর্তী ম্যাচগুলোর ভিডিও মুছে দেওয়া হয়েছে। শুধু ফ্যানকোডে সম্প্রচার বন্ধের ধাক্কাই খাচ্ছে না পিএসএল, পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৬ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৭ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৯ ঘণ্টা আগে