Ajker Patrika

অভিষেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন জাঙ্গুর

ক্রীড়া ডেস্ক    
জাঙ্গু। ছবি: সংগৃহীত
জাঙ্গু। ছবি: সংগৃহীত

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৮ ম্যাচ। সেটিও করলেন গত মাসেই। আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক বিপরীত আমির জাঙ্গু। অভিষেক ওয়ানডে রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। বিপর্যয় সামলে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। ৮৩ বলে ১০৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন ত্রিনিদাদের এই ক্রিকেটার।

দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাঙ্গু, পাশাপাশি আরাও একটি দারুণ রেকর্ড নিজের করে নিয়েছেন। সেন্ট কিটসে গতকাল তৃতীয় ওয়ানডেতে ৮৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কঠিন সময়ে ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাঙ্গু। শুরুতে বেশ দেখেশুনে—প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫ তম বলে মারেন প্রথম চার। এই বাউন্ডারি দিয়েই খোলস ছেড়ে বের হলেন জাঙ্গু। অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭৯ বলে।

ইনিংসের ৪৫ তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেনকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। সঙ্গে সঙ্গে দারুণ এক রেকর্ডও হয়ে গেল—অভিষেক ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী এই উইন্ডিজ ব্যাটার। ১০৪ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা।

ওয়ানডে অভিষেকে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে সেঞ্চুরি করেছিলেন এ প্রোটিয়া ওপেনার। তাঁর চেয়ে ৯ বল কম খেলে সেঞ্চুরি করেছেন জাঙ্গু।

তালিকায় তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান ১০৩ বলে করেছিলেন অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন এই কীর্তি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক টপ অর্ডার ব্যাটার মাইকেল লম্ব অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ১০৯ বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত