ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৬ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে