ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটপ্রেমীদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাঠের ক্রিকেটে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা গেল না। ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি— পাঁচ দিনেই গল্প শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর সেই কথা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যঙ্গ বিদ্রুপ।
ভারত, নিউজিল্যান্ড দুই দলের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই থেমে যায় বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে সান্ত্বনার জয় পেতে শান্তর দল রাওয়ালপিন্ডিতে আগামীকাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের যে কথা শান্ত বলেছিলেন, সেই প্রশ্ন এসেছে সালাহউদ্দিনের সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কেন এসেছেন? আমি কি বলব শুধুই অংশ নিতে এসেছি? একজন অধিনায়ক যদি স্বপ্ন না দেখে দল কীভাবে দেখবে? সাধারণ ব্যাপার।’
চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট মিশন শুরু হয়েছে বাংলাদেশের। আইসিসির এই ইভেন্টের আগে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ ওভারের ম্যাচ দিয়ে যে ৫০ ওভারের প্রস্তুতি হয় না, সেটা চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। সেটারই বাস্তব প্রমাণ দেখা গেল মাঠে। আইসিসির এই ইভেন্টে মুশফিক, মাহমুদউল্লাহ কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ভারতের বিপক্ষে হৃদয় সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
সালাহউদ্দিনের মতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারেনি। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার আগে ৫টা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। আমরা বিপিএল খেলে এসেছি। এটা সেভাবে বোর্ড, ক্রিকেটার সবারই চিন্তা করতে হবে। হুট করে বলে দিলে সাফল্য আসবে না।’
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠিকই। আর গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ, পাকিস্তানের কেউই জয়ের খাতা খুলতে পারেননি টুর্নামেন্টে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি নিয়মরক্ষার হলেও সালাহউদ্দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান ভালো করেনি। আমরাও করেনি। দুই দল কেউ চাইবে না হালকাভাবে ক্রিকেট খেলি। আশা করি ভালো ম্যাচ হবে।’
আরও পড়ুন:
চট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
২৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
২ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
৩ ঘণ্টা আগে