ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মার নেতৃত্বে টানা দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। দুবাইয়ে পরশু রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়নস ট্রফিতে। টানা দুইবার বৈশ্বিক শিরোপা জয়ে ১৫০ কোটির ভারত আনন্দে ভেসে থাকলেও এবার রাজকীয়ভাবে বরণ করা হচ্ছে না।
দুবাই জয় করে ভারতীয় ক্রিকেটাররা বীরের বেশে দেশে ফিরতে শুরু করেছেন। তবে ক্রিকেটাররা দেশের বিভিন্ন শহরে আলাদাভাবে আসার কারণে কোনো বাস প্যারেড থাকছে না। রোহিত ও হার্দিক পান্ডিয়া গত রাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। চ্যাম্পিয়ন অধিনায়ককে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। কোনো রকমে সেলফি তোলা বা করমর্দন করা যায় রোহিতের সঙ্গে, এই আশায় ব্যাকুল ছিলেন। এতে করে পুলিশকেও সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও পেসার হারশিত রানা দিল্লিতে পৌঁছেছেন। বিরাট কোহলিও শিগগিরই দেশে ফিরবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘সব ক্রিকেটাররা সোমবার রাতে দুবাই থেকে ফিরেছে। কয়েক জন ক্রিকেটার সেখানে আছে। তারা আরও দুই দিন সেখানে থাকবে।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভারত আইসিসি ইভেন্টে দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়েছিল। ভারতীয় ক্রিকেটাররা দেশে ফেরার পর ৪ জুলাই মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে হয়েছিল বাস প্যারেড। হাজারও ভক্ত-সমর্থক রোহিত-কোহলিদের বরণ করতে জড়ো হয়েছিলেন। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের রাস্তা আলোকিত হয়ে উঠেছিল। ওয়াংখেড়েতে জাঁকজমকপূর্ণ উদযাপন করেছিল চ্যাম্পিয়ন ভারত।
বার্বাডোজে গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও রবীন্দ্র জাদেজা। আর পরশু রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আর গতকাল বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী-ভারতের এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে আইসিসি গতকাল চ্যাম্পিয়নস ট্রফির একাদশ ঘোষণা করেছে। এখানে নিউজিল্যান্ডের ৪ ক্রিকেটার ও দুই আফগান ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।
রোহিত শর্মার নেতৃত্বে টানা দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। দুবাইয়ে পরশু রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়নস ট্রফিতে। টানা দুইবার বৈশ্বিক শিরোপা জয়ে ১৫০ কোটির ভারত আনন্দে ভেসে থাকলেও এবার রাজকীয়ভাবে বরণ করা হচ্ছে না।
দুবাই জয় করে ভারতীয় ক্রিকেটাররা বীরের বেশে দেশে ফিরতে শুরু করেছেন। তবে ক্রিকেটাররা দেশের বিভিন্ন শহরে আলাদাভাবে আসার কারণে কোনো বাস প্যারেড থাকছে না। রোহিত ও হার্দিক পান্ডিয়া গত রাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। চ্যাম্পিয়ন অধিনায়ককে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। কোনো রকমে সেলফি তোলা বা করমর্দন করা যায় রোহিতের সঙ্গে, এই আশায় ব্যাকুল ছিলেন। এতে করে পুলিশকেও সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও পেসার হারশিত রানা দিল্লিতে পৌঁছেছেন। বিরাট কোহলিও শিগগিরই দেশে ফিরবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘সব ক্রিকেটাররা সোমবার রাতে দুবাই থেকে ফিরেছে। কয়েক জন ক্রিকেটার সেখানে আছে। তারা আরও দুই দিন সেখানে থাকবে।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভারত আইসিসি ইভেন্টে দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়েছিল। ভারতীয় ক্রিকেটাররা দেশে ফেরার পর ৪ জুলাই মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে হয়েছিল বাস প্যারেড। হাজারও ভক্ত-সমর্থক রোহিত-কোহলিদের বরণ করতে জড়ো হয়েছিলেন। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের রাস্তা আলোকিত হয়ে উঠেছিল। ওয়াংখেড়েতে জাঁকজমকপূর্ণ উদযাপন করেছিল চ্যাম্পিয়ন ভারত।
বার্বাডোজে গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও রবীন্দ্র জাদেজা। আর পরশু রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আর গতকাল বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী-ভারতের এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে আইসিসি গতকাল চ্যাম্পিয়নস ট্রফির একাদশ ঘোষণা করেছে। এখানে নিউজিল্যান্ডের ৪ ক্রিকেটার ও দুই আফগান ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।
হারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
১৮ মিনিট আগেচেহারার মধ্যে তাঁর শিশুসুলভ সারল্য। বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর কথা। অথচ, সূর্যবংশীর ব্যাটিং দেখে কে বলবেন, তাঁর বয়স ১৪। চারের চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন তিনি ভিডিও গেমস খেলছেন।
৩৬ মিনিট আগেযে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনী।
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদকে ভড়কে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি। ডিপিএলে সুপার লিগে খেলছে আবাহনী-মোহামেডান। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের
২ ঘণ্টা আগে