নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ধুঁকছে শ্রীলঙ্কা। প্রথম দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে হারিয়ে ৯২ রান তুলেছে লঙ্কানরা। ঘাসের ছোঁয়া পেয়ে প্রথম সেশনে টানা বল করে গেছেন পেস বোলাররা। মেঘলা আবহাওয়ায় সবুজ উইকেটে তারুণ্যনির্ভর বাংলাদেশের পেস আক্রমণ নাভিশ্বাস তুলে ছাড়ল লঙ্কান ব্যাটারদের।
দিনের প্রথম সেশনে বাংলাদেশের পেসারদের এমন বোলিংয়ে মুগ্ধতা ঝরেছে আতহার আলী খানের কণ্ঠে। ধারাভাষ্যকক্ষে আতহার বলেন, ‘আমার মনে পড়ে না বাংলাদেশের পেসাররা প্রথম দিনে এত সুন্দর সকাল পেয়েছে কি না ৷ বাংলাদেশ তুলে নিয়েছে ৫ উইকেট।’
ছন্দ খোঁজা খালেদ এই টেস্টে একাদশে সুযোগ পাবেন কি না, এটা নিয়েও ছিল সংশয়। টেস্টে টানা ৪ ইনিংসে ছিলেন উইকেটশূন্য। শেষ ৭ ইনিংসের মধ্যে ২ ইনিংসে উইকেট পেয়েছেন একটি কর, ৫ ইনিংসে দেখাই পাননি উইকেটের। প্রত্যাবর্তনের জন্য নিজের ঘরের মাঠকেই যেন বেছে নিলেন সিলেটের এই পেসার।
শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন খালেদ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে অভিজ্ঞ দিমুথ করুণারত্নের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন তরুণ নিশান মাদুশকা। কিন্তু দ্বিতীয় ওভারেই খালেদের গুড লেংথের হালকা বেরিয়ে যাওয়া বলে বোকা বনে যান মাদুশকা। কিছুটা দ্বিধাদ্বন্দ্বে খেলতে গিয়ে ওভারের শেষ বল তাঁর ব্যাট ছুঁয়ে থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়ে। ২ রানে ফেরেন মাদুশকা।
দ্বিতীয় উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আরও ১০ ওভার। দ্বিতীয় উইকেটে শুরুর বিপর্যয় সামলে জুটি বড় করার চেষ্টা করেন করুণারত্নে ও কুশল মেন্ডিস। ১২তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে দলকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন খালেদ। খালেদের হঠাৎ লাফিয়ে ওঠা বল মেন্ডিসও অনেকটা সংশয় নিয়ে না কাট করার চেষ্টা করেন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে গালিতে জাকির হাসানের হাতে গিয়ে পৌঁছায়। ১৬ আসে মেন্ডিসের ব্যাট থেকে। একই ওভারের শেষ বলে থিতু হওয়া করুণারত্নেকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন খালেদ। শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিলেন তিনি। খালেদের ইনসুইংয়ে কয়েকবারই অল্পের জন্য বেঁচে যান করুণারত্নে। ওভার দ্য উইকেট থেকে করা বল করুণারত্নের ব্যাটের নিচ দিয়ে অফ-স্টাম্প উপড়ে দেয়। ৩৭ বল খেলে ১৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
খালেদের পরের ওভারে রানআউট হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুস (৫)। ১৭তম ওভারে শরীফুল ইসলামের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল (৯)। ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন। এরই মধ্যে ৩৫ রানে জুটি গড়েছেন দুজনে। ধনাঞ্জয়া ২৫ ও কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ধুঁকছে শ্রীলঙ্কা। প্রথম দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে হারিয়ে ৯২ রান তুলেছে লঙ্কানরা। ঘাসের ছোঁয়া পেয়ে প্রথম সেশনে টানা বল করে গেছেন পেস বোলাররা। মেঘলা আবহাওয়ায় সবুজ উইকেটে তারুণ্যনির্ভর বাংলাদেশের পেস আক্রমণ নাভিশ্বাস তুলে ছাড়ল লঙ্কান ব্যাটারদের।
দিনের প্রথম সেশনে বাংলাদেশের পেসারদের এমন বোলিংয়ে মুগ্ধতা ঝরেছে আতহার আলী খানের কণ্ঠে। ধারাভাষ্যকক্ষে আতহার বলেন, ‘আমার মনে পড়ে না বাংলাদেশের পেসাররা প্রথম দিনে এত সুন্দর সকাল পেয়েছে কি না ৷ বাংলাদেশ তুলে নিয়েছে ৫ উইকেট।’
ছন্দ খোঁজা খালেদ এই টেস্টে একাদশে সুযোগ পাবেন কি না, এটা নিয়েও ছিল সংশয়। টেস্টে টানা ৪ ইনিংসে ছিলেন উইকেটশূন্য। শেষ ৭ ইনিংসের মধ্যে ২ ইনিংসে উইকেট পেয়েছেন একটি কর, ৫ ইনিংসে দেখাই পাননি উইকেটের। প্রত্যাবর্তনের জন্য নিজের ঘরের মাঠকেই যেন বেছে নিলেন সিলেটের এই পেসার।
শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন খালেদ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে অভিজ্ঞ দিমুথ করুণারত্নের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন তরুণ নিশান মাদুশকা। কিন্তু দ্বিতীয় ওভারেই খালেদের গুড লেংথের হালকা বেরিয়ে যাওয়া বলে বোকা বনে যান মাদুশকা। কিছুটা দ্বিধাদ্বন্দ্বে খেলতে গিয়ে ওভারের শেষ বল তাঁর ব্যাট ছুঁয়ে থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়ে। ২ রানে ফেরেন মাদুশকা।
দ্বিতীয় উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আরও ১০ ওভার। দ্বিতীয় উইকেটে শুরুর বিপর্যয় সামলে জুটি বড় করার চেষ্টা করেন করুণারত্নে ও কুশল মেন্ডিস। ১২তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে দলকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন খালেদ। খালেদের হঠাৎ লাফিয়ে ওঠা বল মেন্ডিসও অনেকটা সংশয় নিয়ে না কাট করার চেষ্টা করেন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে গালিতে জাকির হাসানের হাতে গিয়ে পৌঁছায়। ১৬ আসে মেন্ডিসের ব্যাট থেকে। একই ওভারের শেষ বলে থিতু হওয়া করুণারত্নেকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন খালেদ। শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিলেন তিনি। খালেদের ইনসুইংয়ে কয়েকবারই অল্পের জন্য বেঁচে যান করুণারত্নে। ওভার দ্য উইকেট থেকে করা বল করুণারত্নের ব্যাটের নিচ দিয়ে অফ-স্টাম্প উপড়ে দেয়। ৩৭ বল খেলে ১৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
খালেদের পরের ওভারে রানআউট হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুস (৫)। ১৭তম ওভারে শরীফুল ইসলামের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল (৯)। ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন। এরই মধ্যে ৩৫ রানে জুটি গড়েছেন দুজনে। ধনাঞ্জয়া ২৫ ও কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে