Ajker Patrika

৫৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে ইংল্যান্ড

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০: ২১
৫৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে ইংল্যান্ড

চোটের কারণে ব্যাটিংয়ে নামার কথা ছিল না নাথান লায়নের। তবে অ্যাশেজ বলে কথা। তাঁর সাহসিকতায় মুগ্ধ হলেন দর্শক থেকে সতীর্থরাও। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ক্রিজে এসে ১৩ বলে ১ চারে ৪ রান করেন লায়ন, সাহায্য করেন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে মূল্যবান ১৫ রান জমা করতে। 

শেষ উইকেট হিসেবে লায়ন ফেরার পর চা-বিরতিতে যায় ইংল্যান্ড। লর্ডস টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরতে হলে রেকর্ড গড়তে হবে তাদের। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৩৭১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস ধাক্কায় শুরু করেছে ইংল্যান্ড। ৪ উইকেটে ৫৫ রান করেছে স্বাগতিকেরা। দ্রুত ৪ উইকেট হারিয়ে এখন কাঁপছে তারা। অধিনায়ক বেন স্টোকসের ৫ রানের সঙ্গে ১৮ রানে ব্যাটিং করছেন বেন ডাকেট। 

লর্ডসে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৪ সালে ইংল্যান্ডের ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। এবার অ্যাশেজে বাজবল ক্রিকেটের শক্তি প্রমাণে লর্ডসে বেন স্টোকসদের ফেরাতে হবে ২০১৯ সালের হেডিংলি ও ২০২২ সালের এজবাস্টনের স্মৃতিকে। 

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করেছিল অজিরা। তবে ৯২ রান করতেই শেষ ৮ উইকেট হারায় তারা। সফরকারীরা প্রথম ইনিংসে করে ৪১৬ রান। এজবাস্টন টেস্ট জয়ে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত