Ajker Patrika

সাকিবদের সাবেক কোচ এবার লক্ষ্ণৌতে

সাকিবদের সাবেক কোচ এবার লক্ষ্ণৌতে

সর্বশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট ছিলেন শ্রীধরন শ্রীরাম। এই ভারতীয় কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল কয়েক মাসের। এবার শ্রীরামের সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। 

২০২৪ আইপিএলে লক্ষ্ণৌর সহকারী কোচের দায়িত্বে থাকবেন শ্রীরাম। সম্প্রতি সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার জাস্টিন ল্যাঙ্গারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল লক্ষ্ণৌ। ল্যাঙ্গার-শ্রীরাম জুটি এর আগে অস্ট্রেলিয়ার হয়েও একসঙ্গে কাজ করেছিলেন। আইপিএলে এবার নতুন করে দেখা যাবে এই জুটিকে। 

২০১৬ সালে স্পিন-বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার কোচিং সেট-আপে যোগ দিয়েছিলেন শ্রীরাম। বোলিং কোচের ভূমিকায় ছিলেন ছয় বছর। এরপরে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচও ছিলেন। তখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন ল্যাঙ্গার। এই দুই কোচের অধীনে অস্ট্রেলিয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১-২২ অ্যাশেজ জিতেছিল। 

শ্রীরাম ইসিবি লেভেল-৩ যোগ্যতাসম্পন্ন একজন কোচ। আইপিএল ২০২৩ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিন-বোলিং কোচ হিসেবে ছিলেন। ২০২২ এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সাকিব আল হাসানদের টেকনিক্যাল পরামর্শক ছিলেন। 

লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ল্যাঙ্গার ও শ্রীরাম ছাড়াও তাদের সহকারী কোচ হিসেবে বিজয় দাহিয়া, বোলিং কোচ হিসাবে মরনে মরকেল, স্পিন-বোলিং পরামর্শক হিসেবে প্রভিন তাম্বে এবং ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডস রয়েছেন। লক্ষ্ণৌ এ পর্যন্ত দুটি আইপিএল মৌসুমে অংশ নিয়েছে। দুবারই তারা প্লে অফে জায়গা করে নিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত