নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ আমিনুল ইসলাম বিপ্লবকে ওমান থেকে দেশে ফেরত পাঠানোর দিন, লেগ স্পিনার গড়ে তুলতে নতুন পরিকল্পনার কথাই শোনালেন খালেদ মাহমুদ সুজন। আগের মেয়াদে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্বে থাকা এই সাবেক অধিনায়ক এবারও বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। এখনো পরিচালকদের দায়িত্ব ভাগ না হওয়ায় পুরোনো দায়িত্বই পালন করে যাচ্ছেন সুজন।
জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৪ ও ১৬ টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গত দুদিন ধরে জেলা ও বিভাগীয় কোচদের নিয়ে সমন্বয় সভা হচ্ছে। আজ চার বিভাগের চার জেলার সঙ্গে সমন্বয় সভা করেছেন সুজন। দুপুরে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইয়ুথ ক্রিকেট লিগটা (ইউসিএল) এত দিন অনূর্ধ্ব–১৮ পর্যায়ে হতো। তবে এবার অনূর্ধ্ব ১৪ ও ১৬ পর্যায়েও ২–৩ দিনের ম্যাচের আয়োজন করতে চাচ্ছে বিসিবি। এই পরিকল্পনার কথা জানিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘অনূর্ধ্ব ১৬ পর্যায়ে তিন দিন এবং অনূর্ধ্ব ১৪ পর্যায়ে দুই দিনের ম্যাচ আয়োজন করা হবে।’
এর আগে জাতীয় ক্রিকেট লিগ ও বিপিএলে লেগ স্পিনার খেলানোর বাধ্যবাধকতা দিয়েছিল বিসিবি। কিন্তু সেটি সেভাবে কার্যকর হয়নি। অনেক দলই মানেনি সেই নিয়ম। এবার ইউসিএলেও লেগ স্পিনার খেলানো নিয়ে আরও কঠিন নিয়ম করে দেওয়া হচ্ছে। সুজন বলেন, ‘একটা বাধ্যবাধকতা করব আমরা। দরকার পড়লে এসব খেলা সুপার সাব দেব শুধু একটা লেগ স্পিনারের জন্য। যেন একটা লেগস্পিনার খেলাতে বাধ্য হয়। সে (লেগ স্পিনার) ২০ ওভার বল করবে প্রতি ইনিংসে। তা না করলে ওই টিম জিতলেও পয়েন্ট পাবে না।’
বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটের উন্নতির জন্য এসব বিষয় জরুরি মনে করেন সুজন। তিনি বলেন, ‘আমি ডেভেলপমেন্টে এটাই (খেলোয়াড় গড়ে তোলা) বোঝানোর চেষ্টা করি কোচদের। এটাতে দুর্বল, শক্তিশালী কিংবা কে জিতল কে হারল তা নয়, এটার কাজ ক্রিকেটার গড়ে তোলা। সেটি আমি কোচদের আজকেও মনে করিয়েছি।’
হঠাৎ আমিনুল ইসলাম বিপ্লবকে ওমান থেকে দেশে ফেরত পাঠানোর দিন, লেগ স্পিনার গড়ে তুলতে নতুন পরিকল্পনার কথাই শোনালেন খালেদ মাহমুদ সুজন। আগের মেয়াদে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্বে থাকা এই সাবেক অধিনায়ক এবারও বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। এখনো পরিচালকদের দায়িত্ব ভাগ না হওয়ায় পুরোনো দায়িত্বই পালন করে যাচ্ছেন সুজন।
জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৪ ও ১৬ টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গত দুদিন ধরে জেলা ও বিভাগীয় কোচদের নিয়ে সমন্বয় সভা হচ্ছে। আজ চার বিভাগের চার জেলার সঙ্গে সমন্বয় সভা করেছেন সুজন। দুপুরে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইয়ুথ ক্রিকেট লিগটা (ইউসিএল) এত দিন অনূর্ধ্ব–১৮ পর্যায়ে হতো। তবে এবার অনূর্ধ্ব ১৪ ও ১৬ পর্যায়েও ২–৩ দিনের ম্যাচের আয়োজন করতে চাচ্ছে বিসিবি। এই পরিকল্পনার কথা জানিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘অনূর্ধ্ব ১৬ পর্যায়ে তিন দিন এবং অনূর্ধ্ব ১৪ পর্যায়ে দুই দিনের ম্যাচ আয়োজন করা হবে।’
এর আগে জাতীয় ক্রিকেট লিগ ও বিপিএলে লেগ স্পিনার খেলানোর বাধ্যবাধকতা দিয়েছিল বিসিবি। কিন্তু সেটি সেভাবে কার্যকর হয়নি। অনেক দলই মানেনি সেই নিয়ম। এবার ইউসিএলেও লেগ স্পিনার খেলানো নিয়ে আরও কঠিন নিয়ম করে দেওয়া হচ্ছে। সুজন বলেন, ‘একটা বাধ্যবাধকতা করব আমরা। দরকার পড়লে এসব খেলা সুপার সাব দেব শুধু একটা লেগ স্পিনারের জন্য। যেন একটা লেগস্পিনার খেলাতে বাধ্য হয়। সে (লেগ স্পিনার) ২০ ওভার বল করবে প্রতি ইনিংসে। তা না করলে ওই টিম জিতলেও পয়েন্ট পাবে না।’
বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটের উন্নতির জন্য এসব বিষয় জরুরি মনে করেন সুজন। তিনি বলেন, ‘আমি ডেভেলপমেন্টে এটাই (খেলোয়াড় গড়ে তোলা) বোঝানোর চেষ্টা করি কোচদের। এটাতে দুর্বল, শক্তিশালী কিংবা কে জিতল কে হারল তা নয়, এটার কাজ ক্রিকেটার গড়ে তোলা। সেটি আমি কোচদের আজকেও মনে করিয়েছি।’
শ্রীলঙ্কা সবশেষ ওয়ানডে খেলেছে এ বছরের ৮ জুলাই বাংলাদেশের বিপক্ষে। লঙ্কান স্পিনার মাহিশ তিকশানারও এটা শেষ ওয়ানডে। দেড় মাস এই সংস্করণে কোনো ম্যাচ না খেললেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তিকশানার। সিংহাসন নিয়ে এখন তিকশানার লড়াই চলছে কেশব মহারাজের সঙ্গে।
৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম দেখায় নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষের জালে চার গোলই দিয়েছে বাংলাদেশ। তবে এক গোল হজমও করেছে প্রীতি-অর্পিতারা। ফিরতি দেখায় আজ ৪-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েদের দল।
৬ ঘণ্টা আগেথিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে ২৪ আগস্ট নেপালকে হারিয়েই নারী অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে। একই মাঠে আজ তিন দিন পর বাংলাদেশ খেলছে একই প্রতিপক্ষের বিপক্ষে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেসামাজিকমাধ্যমে অবসর নেওয়া ইদানীংকালে একটা ‘ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, বিরাট কোহলি, রোহিত শর্মারা এভাবেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্করণে অবসরের ঘোষণা দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনও বাদ থাকবেন কেন? ভারতের তারকা স্পিনারও এই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়েছেন।
৮ ঘণ্টা আগে