Ajker Patrika

২ লাখ নাকি ৫ লাখ, কত টাকা পুরস্কার পেল পাকিস্তান 

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৮: ০৫
২ লাখ নাকি ৫ লাখ, কত টাকা পুরস্কার পেল পাকিস্তান 

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।

সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত