রুদ্ধশ্বাস দুটো ম্যাচ জিতে ভারতের বিপক্ষে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে দ্বিতীয়বার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজন মনে করেন, এটা বাংলাদেশের শক্তিমত্তার একটা চিহ্ন।
মিরপুরে প্রথম ওয়ানডেতে ভারতের দেওয়া ১৮৭ রান তাড়া করতে গিয়ে ১৩৬ রানেই বাংলাদেশ হারিয়েছিল ৯ উইকেট। শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ-মোস্তাফিজুর রহমানের ৫১ রানের জুটিতে ১ উইকেটের জয় পায় বাংলাদেশ। এরপর গতকাল একই মাঠে ৬৯ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ করে ৭ উইকেটে ২৭১ রান। ৫ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে স্বাগতিকেরা।
সুজন মনে করেন, বাংলাদেশ তাদের দৃঢ়তা দেখাতে পেরেছে। মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক বলেন, ‘এই সংস্করণে আমরা শক্তিশালী, জিততে জানি। এর আগে ২০১৫ সালেও ভারতের বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। এটাতো আমাদের শক্তিমত্তার একটা চিহ্নই। দুইটা ম্যাচ আমরা যেভাবে জিতেছি, তাতে আমরা আমাদের ক্যারেক্টার দৃঢ়তা দেখাতে পেরেছি। মিরাজ-মাহমুদউল্লাহ, এর আগে মিরাজ-মুস্তাফিজ। শেষ উইকেট জুটিতে ৫১ রান করে জেতা সত্যিই দারুণ। আর গতকাল যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা কেউই আশা করিনি এতো রান করতে পারব। এই উইকেটে আমিও ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলে ভালো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেখান থেকে ২৭১ করা, সত্যিকার অর্থেই বড় কিছু করে দেখানো।’
বাংলাদেশের দুটো ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন মিরাজ। প্রথম ওয়ানডেতে ৩৯ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মিরাজ। ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আর দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। যা এই অলরাউন্ডারের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সুজনের মতে, মিরাজকে এখন থেকে ব্যাটিং অলরাউন্ডার চিন্তা করতে হবে। বিসিবির পরিচালক বলেন, ‘মিরাজ নিজেকে মেলে ধরছে। আমরা সব সময় তাকে বোলিং অলরাউন্ডার মনে করি। সত্যি কথা বলতে গেলে এখন থেকে তাকে ব্যাটিং অলরাউন্ডার চিন্তা করতে হবে।’
রুদ্ধশ্বাস দুটো ম্যাচ জিতে ভারতের বিপক্ষে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে দ্বিতীয়বার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজন মনে করেন, এটা বাংলাদেশের শক্তিমত্তার একটা চিহ্ন।
মিরপুরে প্রথম ওয়ানডেতে ভারতের দেওয়া ১৮৭ রান তাড়া করতে গিয়ে ১৩৬ রানেই বাংলাদেশ হারিয়েছিল ৯ উইকেট। শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ-মোস্তাফিজুর রহমানের ৫১ রানের জুটিতে ১ উইকেটের জয় পায় বাংলাদেশ। এরপর গতকাল একই মাঠে ৬৯ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ করে ৭ উইকেটে ২৭১ রান। ৫ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে স্বাগতিকেরা।
সুজন মনে করেন, বাংলাদেশ তাদের দৃঢ়তা দেখাতে পেরেছে। মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক বলেন, ‘এই সংস্করণে আমরা শক্তিশালী, জিততে জানি। এর আগে ২০১৫ সালেও ভারতের বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। এটাতো আমাদের শক্তিমত্তার একটা চিহ্নই। দুইটা ম্যাচ আমরা যেভাবে জিতেছি, তাতে আমরা আমাদের ক্যারেক্টার দৃঢ়তা দেখাতে পেরেছি। মিরাজ-মাহমুদউল্লাহ, এর আগে মিরাজ-মুস্তাফিজ। শেষ উইকেট জুটিতে ৫১ রান করে জেতা সত্যিই দারুণ। আর গতকাল যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা কেউই আশা করিনি এতো রান করতে পারব। এই উইকেটে আমিও ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলে ভালো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেখান থেকে ২৭১ করা, সত্যিকার অর্থেই বড় কিছু করে দেখানো।’
বাংলাদেশের দুটো ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন মিরাজ। প্রথম ওয়ানডেতে ৩৯ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মিরাজ। ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আর দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। যা এই অলরাউন্ডারের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি। বোলিংয়ে ৬.১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সুজনের মতে, মিরাজকে এখন থেকে ব্যাটিং অলরাউন্ডার চিন্তা করতে হবে। বিসিবির পরিচালক বলেন, ‘মিরাজ নিজেকে মেলে ধরছে। আমরা সব সময় তাকে বোলিং অলরাউন্ডার মনে করি। সত্যি কথা বলতে গেলে এখন থেকে তাকে ব্যাটিং অলরাউন্ডার চিন্তা করতে হবে।’
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে