Ajker Patrika

বিশ্ব রেকর্ড গড়েও ইংল্যান্ডের ২ রানের আক্ষেপ

আপডেট : ১৭ জুন ২০২২, ২০: ৪৬
বিশ্ব রেকর্ড গড়েও ইংল্যান্ডের ২ রানের আক্ষেপ

ছোট মাঠ, পাওয়ার হিটিংয়ের বিশেষ ব্যাট, রানপ্রসবা উইকেট—আধুনিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ৫০০ রান হতে পারে যেকোনো দিন, এমন ভবিষ্যদ্বাণী অনেক দিন হলো করা হচ্ছিল।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়া ইংল্যান্ড এরপর আধুনিক ওয়ানডের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ৫০ ওভারের সংস্করণে দুইবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে ইংলিশরা। আজ সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবু ২ রানের আক্ষেপ যে রয়েই গেল তাদের! 

আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ ৪ উইকেটে ৪৯৮ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে এটিই এখন দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৪৮১ রানের রেকর্ডটিও ছিল ইংলিশদের। চার বছর আগে আরেকটি জুন মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নজির গড়েছিল এউইন মরগানের দল। 

 ইংল্যান্ডের রানের ইমারত নির্মাণের দিনে স্বাভাবিকভাবেই রেকর্ড বই তোলপাড়। সেঞ্চুরি করেছেন ফিলিপ সল্ট, ডেভিড মালান ও জস বাটলার। তিনজনই উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস। তবে শেষের জন নেদারল্যান্ডস বোলারদের তুলোধুনো করেছেন। ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস ছিল ১৪ ছক্কা আর ৭ চারে সাজানো। ইনিংসটি খেলার পথে দ্বিতীয় দ্রুততম দেড় শ রানের কীর্তিও গড়েছেন এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার। 

২২ বলে ৬২ রানের মহাপ্রলয় বইয়ে দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তিনি গড়েছেন দ্বিতীয় দ্রুততম (১৭ বলে) ফিফটির রেকর্ড। 

ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০০ রানের কীর্তি গড়তে শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩০। ৪৯ তম ওভারে লোগান ফন বিক ৭ রান দিলে কাজটা কঠিন হয়ে পড়ে। শেষ ওভারে শেন স্ন্যাটার ২১ রান দিলে ৪৯৮-এ থামতে হয় ইংলিশদের। 

তবে শেষ বলে ছক্কা মেরে আরেকটি দলীয় বিশ্ব রেকর্ডে ঠিকই সহায়তা করেছেন লিভিংস্টোন। ইনিংসে ইংল্যান্ড মোট ছক্কা মেরেছে ২৬ টি। ওয়ানডে ইতিহাসের এক ইনিংসে এটিই এখন সর্বাধিক দলীয় ছক্কার রেকর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত