দলের প্রথম সাত ম্যাচে একাদশে ঢোকার সুযোগই হয়নি পেসার চেতন সাকারিয়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচে নেমেই অ্যারন ফিঞ্চের উইকেট উপড়ে দিয়ে জায়গা করে নেন পরের ম্যাচেও।
মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের নিয়ে দিল্লির বোলিং লাইনআপটা বেশ শক্তিশালীই। স্কোয়াডের বাইরে লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তিয়েদের মতো পেসাররা। সাকারিয়ার অন্তর্ভুক্তির সেই লাইনআপের বৈচিত্র্য বাড়িয়েছে।
দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ও কোচ রিকি পন্টিংকে নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ সতীর্থ সাকারিয়া। কোচ-অধিনায়ক দুজনকে নিয়েই প্রশংসায় পঞ্চমুখ বাঁহাতি এই পেসার।
কোচ রিকি পন্টিংকে নিয়ে সাকারিয়া বলেছেন, ‘এই দলের সঙ্গে অনেক দিন থেকেই আছি। রিকি পন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আমি হতবাক। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, দেখা যাবে পন্টিং কিছু একটা নিয়ে মজা করে পরিস্থিতিকে হালকা করে দিচ্ছেন। ম্যাচের আগে তিনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই কথা বলেন। তিনি সব খেলোয়াড়কে আলাদাভাবে ম্যাচের আগে উজ্জীবিত করেন।’
অধিনায়ক ঋষভ পন্তকে নিয়েও আছে সাকারিয়ার মুগ্ধতা। জানালেন দলের ভালো-মন্দ সবদিকেই খেয়াল পন্তের, ‘ঋষভ ভাই খুবই ঠান্ডা মানুষ। সব চাপ-দায়িত্ব একাই কাঁধে নিয়ে নেন। চাপের সময় পুরো দলের ভার তিনি একাই বয়ে বেড়ান। দলের যখন কেউ ভালো করে তিনি সেই খেলোয়াড়ের খুব প্রশংসা করেন। আর কেউ খারাপ করলে সবার আগে তিনিই হাত তুলে বলেন সব দোষ তার। দলকে ঝামেলায় পড়তে দেন না।’
দলের প্রথম সাত ম্যাচে একাদশে ঢোকার সুযোগই হয়নি পেসার চেতন সাকারিয়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচে নেমেই অ্যারন ফিঞ্চের উইকেট উপড়ে দিয়ে জায়গা করে নেন পরের ম্যাচেও।
মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের নিয়ে দিল্লির বোলিং লাইনআপটা বেশ শক্তিশালীই। স্কোয়াডের বাইরে লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তিয়েদের মতো পেসাররা। সাকারিয়ার অন্তর্ভুক্তির সেই লাইনআপের বৈচিত্র্য বাড়িয়েছে।
দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ও কোচ রিকি পন্টিংকে নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ সতীর্থ সাকারিয়া। কোচ-অধিনায়ক দুজনকে নিয়েই প্রশংসায় পঞ্চমুখ বাঁহাতি এই পেসার।
কোচ রিকি পন্টিংকে নিয়ে সাকারিয়া বলেছেন, ‘এই দলের সঙ্গে অনেক দিন থেকেই আছি। রিকি পন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আমি হতবাক। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, দেখা যাবে পন্টিং কিছু একটা নিয়ে মজা করে পরিস্থিতিকে হালকা করে দিচ্ছেন। ম্যাচের আগে তিনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই কথা বলেন। তিনি সব খেলোয়াড়কে আলাদাভাবে ম্যাচের আগে উজ্জীবিত করেন।’
অধিনায়ক ঋষভ পন্তকে নিয়েও আছে সাকারিয়ার মুগ্ধতা। জানালেন দলের ভালো-মন্দ সবদিকেই খেয়াল পন্তের, ‘ঋষভ ভাই খুবই ঠান্ডা মানুষ। সব চাপ-দায়িত্ব একাই কাঁধে নিয়ে নেন। চাপের সময় পুরো দলের ভার তিনি একাই বয়ে বেড়ান। দলের যখন কেউ ভালো করে তিনি সেই খেলোয়াড়ের খুব প্রশংসা করেন। আর কেউ খারাপ করলে সবার আগে তিনিই হাত তুলে বলেন সব দোষ তার। দলকে ঝামেলায় পড়তে দেন না।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে