অনলাইন ডেস্ক
মাঠে যেমনই হোন না কেন, মুখে তাসকিন আহমেদের সেই স্নিগ্ধ হাসিটা দেখা যায় সব সময়। সংবাদ সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন হাসিমুখে। তবে সদা হাস্যোজ্জ্বল এই ক্রিকেটারের গত রাতের একটি কথা শুনে চমকে যাওয়ারই কথা।
আনুষ্ঠানিকভাবে তাসকিন গতকাল দুর্বার রাজশাহীর অধিনায়ক হয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছেন স্বয়ং তাসকিনই। সেখানে হঠাৎ তিনি উল্লেখ করলেন গলায় দড়ি-প্রসঙ্গ! ফ্র্যাঞ্চাইজি লিগের কথা আসতেই এমনটা বলেছেন বাংলাদেশের এই পেসার। কারণ, আইপিএলে এর আগে তিনবার ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বিসিবি থেকে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। ২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে থাকলেও তাঁকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় কথা হলো, যদি ভালোমতো নিজের দেশের সেবা করতে পারি, যদি ভালো করতে পারি, যেখানেই খেলি, অনেক সুযোগ আসবে। এর আগে তো আইপিএলে তিনবার সুযোগ পেয়েও যাওয়া হয়নি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরার কথা!’ তিনি হয়তো আক্ষরিক অর্থে বলেননি। তবে এ কথায় তাঁর হতাশা স্পষ্ট।
১৩ জানুয়ারি পিএসএল ড্রাফট থেকে নাহিদ রানাকে নেয় পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। তিন বাংলাদেশি দল পেলেও তাসকিনের সুযোগ মেলেনি। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারের পিএসএল নিয়ে আশাবাদী হওয়ার কারণ দুর্বার রাজশাহীর পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে কথা। টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার নেওয়ার ঘটনা ঘটে অহরহ। তাসকিন আছেন সেই আশাতেই, ‘আসলে ড্রাফটে যেহেতু দল পাইনি, দরকার পড়লে বদলি হিসেবে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই। আমার সঙ্গে কারও ব্যক্তিগত আলাপ হয়নি।’
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা হিসেবে তাসকিন আগেই পরিচিতি পেয়েছেন। এবারের বিপিএলে সেটা টেনে নিয়ে এসেছেন। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৬.৬০ ইকোনমি প্রমাণ করে বোলিংয়ে কতটা কিপ্টে তিনি। তাসকিনের পর দুর্বার রাজশাহীর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে উইকেট পেয়েছেন জিসান আলম ও মোহর শেখ। বোঝাই যাচ্ছে রাজশাহীর বোলিং আক্রমণে কীভাবে তাসকিন নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন:
মাঠে যেমনই হোন না কেন, মুখে তাসকিন আহমেদের সেই স্নিগ্ধ হাসিটা দেখা যায় সব সময়। সংবাদ সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন হাসিমুখে। তবে সদা হাস্যোজ্জ্বল এই ক্রিকেটারের গত রাতের একটি কথা শুনে চমকে যাওয়ারই কথা।
আনুষ্ঠানিকভাবে তাসকিন গতকাল দুর্বার রাজশাহীর অধিনায়ক হয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছেন স্বয়ং তাসকিনই। সেখানে হঠাৎ তিনি উল্লেখ করলেন গলায় দড়ি-প্রসঙ্গ! ফ্র্যাঞ্চাইজি লিগের কথা আসতেই এমনটা বলেছেন বাংলাদেশের এই পেসার। কারণ, আইপিএলে এর আগে তিনবার ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বিসিবি থেকে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। ২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে থাকলেও তাঁকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় কথা হলো, যদি ভালোমতো নিজের দেশের সেবা করতে পারি, যদি ভালো করতে পারি, যেখানেই খেলি, অনেক সুযোগ আসবে। এর আগে তো আইপিএলে তিনবার সুযোগ পেয়েও যাওয়া হয়নি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরার কথা!’ তিনি হয়তো আক্ষরিক অর্থে বলেননি। তবে এ কথায় তাঁর হতাশা স্পষ্ট।
১৩ জানুয়ারি পিএসএল ড্রাফট থেকে নাহিদ রানাকে নেয় পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। তিন বাংলাদেশি দল পেলেও তাসকিনের সুযোগ মেলেনি। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারের পিএসএল নিয়ে আশাবাদী হওয়ার কারণ দুর্বার রাজশাহীর পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে কথা। টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার নেওয়ার ঘটনা ঘটে অহরহ। তাসকিন আছেন সেই আশাতেই, ‘আসলে ড্রাফটে যেহেতু দল পাইনি, দরকার পড়লে বদলি হিসেবে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই। আমার সঙ্গে কারও ব্যক্তিগত আলাপ হয়নি।’
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা হিসেবে তাসকিন আগেই পরিচিতি পেয়েছেন। এবারের বিপিএলে সেটা টেনে নিয়ে এসেছেন। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৬.৬০ ইকোনমি প্রমাণ করে বোলিংয়ে কতটা কিপ্টে তিনি। তাসকিনের পর দুর্বার রাজশাহীর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে উইকেট পেয়েছেন জিসান আলম ও মোহর শেখ। বোঝাই যাচ্ছে রাজশাহীর বোলিং আক্রমণে কীভাবে তাসকিন নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন:
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে