Ajker Patrika

তাসকিন হঠাৎ ‘গলায় দড়ি’ দেওয়ার প্রসঙ্গ আনলেন কেন

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২: ৩১
দুর্বার রাজশাহীর বোলিং লাইনআপকে একাই টানছেন তাসকিন আহমেদ। এবার তো তিনি রাজশাহীর অধিনায়ক। ছবি: দুর্বার রাজশাহী
দুর্বার রাজশাহীর বোলিং লাইনআপকে একাই টানছেন তাসকিন আহমেদ। এবার তো তিনি রাজশাহীর অধিনায়ক। ছবি: দুর্বার রাজশাহী

মাঠে যেমনই হোন না কেন, মুখে তাসকিন আহমেদের সেই স্নিগ্ধ হাসিটা দেখা যায় সব সময়। সংবাদ সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন হাসিমুখে। তবে সদা হাস্যোজ্জ্বল এই ক্রিকেটারের গত রাতের একটি কথা শুনে চমকে যাওয়ারই কথা।

আনুষ্ঠানিকভাবে তাসকিন গতকাল দুর্বার রাজশাহীর অধিনায়ক হয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছেন স্বয়ং তাসকিনই। সেখানে হঠাৎ তিনি উল্লেখ করলেন গলায় দড়ি-প্রসঙ্গ! ফ্র্যাঞ্চাইজি লিগের কথা আসতেই এমনটা বলেছেন বাংলাদেশের এই পেসার। কারণ, আইপিএলে এর আগে তিনবার ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বিসিবি থেকে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। ২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে থাকলেও তাঁকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় কথা হলো, যদি ভালোমতো নিজের দেশের সেবা করতে পারি, যদি ভালো করতে পারি, যেখানেই খেলি, অনেক সুযোগ আসবে। এর আগে তো আইপিএলে তিনবার সুযোগ পেয়েও যাওয়া হয়নি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরার কথা!’ তিনি হয়তো আক্ষরিক অর্থে বলেননি। তবে এ কথায় তাঁর হতাশা স্পষ্ট।

১৩ জানুয়ারি পিএসএল ড্রাফট থেকে নাহিদ রানাকে নেয় পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। তিন বাংলাদেশি দল পেলেও তাসকিনের সুযোগ মেলেনি। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারের পিএসএল নিয়ে আশাবাদী হওয়ার কারণ দুর্বার রাজশাহীর পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে কথা। টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার নেওয়ার ঘটনা ঘটে অহরহ। তাসকিন আছেন সেই আশাতেই, ‘আসলে ড্রাফটে যেহেতু দল পাইনি, দরকার পড়লে বদলি হিসেবে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই। আমার সঙ্গে কারও ব্যক্তিগত আলাপ হয়নি।’

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা হিসেবে তাসকিন আগেই পরিচিতি পেয়েছেন। এবারের বিপিএলে সেটা টেনে নিয়ে এসেছেন। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৬.৬০ ইকোনমি প্রমাণ করে বোলিংয়ে কতটা কিপ্টে তিনি। তাসকিনের পর দুর্বার রাজশাহীর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে উইকেট পেয়েছেন জিসান আলম ও মোহর শেখ। বোঝাই যাচ্ছে রাজশাহীর বোলিং আক্রমণে কীভাবে তাসকিন নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত